Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Petra Kvitova attacked

অল্পের জন্য প্রাণে বাঁচলেন টেনিস তারকা পেত্রা কিভিতোভা

একটা টুইটেই চমকে উঠেছিল টেনিস বিশ্ব। যেখানে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা লেখেন, ‘‘নিজেকে বাঁচাতে গিয়ে আমি গুরুতর আহত হয়েছি। আমার বাঁ হাতে লেগেছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’’

পেত্রা কিতোভা। ছবি: সংগৃহীত।

পেত্রা কিতোভা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৪
Share: Save:

একটা টুইটেই চমকে উঠেছিল টেনিস বিশ্ব। যেখানে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা লেখেন, ‘‘নিজেকে বাঁচাতে গিয়ে আমি গুরুতর আহত হয়েছি। আমার বাঁ হাতে লেগেছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্য আমি বেঁচে আছি। চোট খুব বেশি তাই আমাকে ডাক্তার দেখাতে হবে। সবাই জানে আমি কতটা মানসিকভাবে শক্তিশালী। নিশ্চই আমি লড়াই করে ফিরে আসব।’’ নিজের বাড়িতেই ছিলেন চেক রিপাবলিকের এই টেনিস সুন্দরী। হঠাৎই ছুড়ি হাতে তাঁর উপর চরাও হয় একজন। সেই ছুড়ির আঘাতে অনেকটাই কেটে গিয়েছে কিতোভার বাঁ হাত। এই হাতেই র‌্যাকেট ধরেন তিনি।

আরও খবর: কোচিংয়ের জন্য আমি আবার ফ্রি: বরিস বেকার

কিতোভার টুইটের পর তাঁর মুখপাত্র ক্যারেল তেজকাল জানিয়েছেন কিতোভার সুস্থ থাকার কথা। তিনি জানান, এটি মঙ্গলবার সকালের ঘটনা। তবে কিতোভার এই চোটে কোনও জীবন সঙ্কট নেই। স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘সকাল ৮.৩০র কিছু আগের ঘটনা। অপরিচিত এক ব্যাক্তি মিথ্যে কথা বলে ঢুকে পড়েল কিতোভার বাড়িতে।’’ যদিও তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। খোঁজ চলছে। ২০১১ ও ২০১৪ সালে উইম্বলডন জিতেছিলেন কিতোভা। আগামী মাসের হপম্যান কাপ থেকে আগেই নাম তুলে নিয়েছিলেন তিনি। কারণ পায়ের চোট। কিতোভা বলেন, ‘‘আমি হপম্যান কাপ খেলতে পারছি না বলে খুব হতাশ ছিলাম।’’ এ বার আবার নতুন চোটের কবলে তিনি। খেলায় ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। অতীতে টেনিস কোর্টেই এরকম আক্রমণের শিকার হয়েছিলেন মনিকা সেলেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Petra Kvitova Tennis Wimbledon Winner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE