Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ অক্টোবর ২০২১ ই-পেপার

‘বাঘের মতো খেলেছ’, ভারতের ‘বিরাট’ জয়ের প্রশংসায় শাস্ত্রী

সংবাদ সংস্থা
মুম্বই ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৩
‘হেডস্যর’ শাস্ত্রী দিলেন সার্টিফিকেট। —ফাইল চিত্র।

‘হেডস্যর’ শাস্ত্রী দিলেন সার্টিফিকেট। —ফাইল চিত্র।

বাঘের মতো খেলে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে ভারত। ‘হেডস্যর’ রবি শাস্ত্রী সোশ্যাল সাইটে এ ভাবেই প্রশংসা করেছেন বিরাট কোহালিদের। পেন্ডুলামের মতো দুলছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। হায়দরাবাদের প্রথম টি টোয়েন্টিতে কোহালির ধুন্ধুমার ব্যাটিং জয় এনে দেয় ভারতকে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা।

ভয়ডরহীন ব্যাটিং, কেউ নিজের জন্য খেলেনি! টুইট সৌরভের আরও পড়ুন

তৃতীয় ম্যাচে অন্য ভারতকে দেখল ক্রিকেট বিশ্ব। শুরু থেকেই টপ গিয়ারে ব্যাট করতে থাকেন রোহিত শর্মারা। ২০ ওভারে ভারত করে পাহাড়প্রমাণ ২৪০ রান। এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কায়রন পোলার্ড ও হেটমায়ার লড়েছিলেন। কিন্তু, সেই লড়াই যথেষ্ট ছিল না।ভারতীয়দের ভয়ডরহীন ব্যাটিং দেখার পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসা করেছিলেন। ভারতের হেড কোচ শাস্ত্রী টুইট করেন, ‘ওয়েল ডান। এই ফরম্যাটে সব চেয়ে বিপজ্জনক দলের বিরুদ্ধে তোমরা বাঘের মতো খেলেছ।’

Advertisement

এ রকম আগ্রাসী ক্রিকেট দেখতে সবারই ভাল লাগে। ‘টিম ইন্ডিয়া’র ওয়াংখেড়ে-জয় দেখার পরে সবাই ভারতের প্রশংসায় মেতে উঠেছেন।


আরও পড়ুন

Advertisement