রোহিত শর্মা বনাম ট্রেন্ট বোল্ট। ভারতের নিউজিল্যান্ড সফরে রোহিতের সঙ্গে বোল্টের টক্কর আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছেন কিউয়িদের প্রাক্তন কোচ মাইক হেসন।
এর আগে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজে বেশ কিছু উত্তেজক লড়াইয়ের সাক্ষী হয়েছিল ক্রিকেটমহল। যেমন বিরাট কোহালি বনাম মিচেল স্টার্ক, জশপ্রীত বুমরা বনাম ডেভিড ওয়ার্নার। পিছিয়ে পড়েও টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। তার পরই শুক্রবার থেকে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ছে ভারত।
সেই সিরিজে বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট অবশ্য চোটের জন্য নেই। তবে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য কিউয়ি দলে ফিরতে পারেন তিনি। তার পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। হেসন বলেছেন, “যদি সুইং হতে শুরু করে তবে ট্রেন্ট বোল্টের সঙ্গে রোহিত শর্মার লড়াই উত্তেজক হয়ে উঠবে।”