Advertisement
২৪ ফেব্রুয়ারি ২০২৪
SAI

SAI: নেতাজি স্মরণে ১৫ কিমি সাইকেল চালিয়ে শোভাযাত্রা সল্টলেকে, ‘ফিট ইন্ডিয়ার’ বার্তা সাই-এর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটলার অতনু ভট্টাচার্য ও সংগ্রাম মুখোপাধ্যায়, অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার ও সঞ্জয় রাই, টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের মতো ক্রীড়াজগতের নামী ব্যক্তিত্বরা।

চলছে শোভাযাত্রা

চলছে শোভাযাত্রা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪২
Share: Save:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সাইকেল চালিয়ে শোভাযাত্রা হল। আয়োজন করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) পূর্বাঞ্চলীয় শাখা ‘নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টার’। শোভাযাত্রা উপলক্ষ্যে ১৫ কিলোমিটার সাইকেল চালানো হয়।

শনিবার সকাল ৮টা নাগাদ সল্টলেকের সাই কমপ্লেক্স থেকে শুরু হয় শোভাযাত্রা। প্রায় ১০০ জন সেখানে অংশ নেন। সাই কমপ্লেক্স থেকে শুরু হয়ে সল্টলেকেরই নানা পথ ঘুরে আবার সাইতে শেষ হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রার প্রধান লক্ষ্য ছিল ‘ফিট ইন্ডিয়ার’ বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রা ঘিরে উৎসাহ দেখে খুশি উদ্যোক্তারা।

সল্টলেকের রাস্তায় শোভাযাত্রা

সল্টলেকের রাস্তায় শোভাযাত্রা নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটলার অতনু ভট্টাচার্য ও সংগ্রাম মুখোপাধ্যায়, অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার ও সঞ্জয় রাই, টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের মতো ক্রীড়াজগতের নামী ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা নিজস্ব চিত্র

ক্রীড়া ব্যক্তিত্বরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ-এর আইজি ডিকে শর্মা, দুই পুলিশ কর্তা কর্নেল নবেন্দ্র সিংহ পাল ও সুনীল কুমার যাদব, কানাড়া ব্যাঙ্কের সিজিএম সন্দীপ গাওয়ারে, ইউনিয়ন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অমরেন্দ্র কুমার এবং চিকিৎসক সোমনাথ চট্টোপাধ্যায়। খেলা শেষে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE