দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনই ভাল জায়গায় ভারত। তিন শতরানের সুবাদে শুভমন গিলেরা এগিয়ে ২৮৬ রানে। হাতে এখনও পাঁচ উইকেট। শুক্রবার শতরান করেছেন কেএল রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা। দিনের শেষে ভারত ৫ উইকেটে ৪৪৮। আজ তৃতীয় দিনের খেলা সকাল ৯টা ৩০ মিনিট থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আগামী কাল রবিবার আবার ভারত বনাম পাকিস্তান লড়াই। পর পর তিন রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এ বার মহিলা দলের পালা। মহিলাদের বিশ্বকাপে কাল মহারণ। এই ম্যাচের আগে কী ভাবে প্রস্তুত হচ্ছে দুই দল? দুই শিবিরের সব খবর।
মহিলাদের বিশ্বকাপে আজ আবার নামছে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৩২৬ রান করে নিউ জ়িল্যান্ডকে ৮৯ রানে হারিয়েছিল অ্যালিসা হিলির দল। এ বার সামনে শ্রীলঙ্কা। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলেই তা ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি।
বড় অঘটন না ঘটলে এ বারের ইরানি কাপ জেতার দিকে এগোচ্ছে রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে তারা ভাল জায়গায়। তৃতীয় দিন অবশিষ্ট ভারতের ইনিংস শেষ হয় ২১৪ রানে। বিদর্ভ দিনের শেষে ২ উইকেটে ৯৬। সব মিলিয়ে বিদর্ভ ২২৪ রানে এগিয়ে। পাঁচ দিনের ম্যাচে আজ চতুর্থ দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।