টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই দেশকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু। পদক জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। সেই খুশিটা একটু বেশি মণিপুরের ইম্ফলের নংবক কাকচিং গ্রামে। এই গ্রামেই চানুর বাড়ি। চানুর দাদা ইশাতন মিতাই বোনের সাফল্যে উচ্ছ্বসিত।
শনিবার যখন টোকিয়োতে লড়াই চালাচ্ছিলেন চানু, সেই সময় মণিপুরে ওঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামে বেড়ে ওঠা ছোট্ট মেয়েটির অলিম্পিক্স পদক জয় সবাই একসঙ্গে টিভিতে দেখেছেন। আনন্দবাজার অনলাইনকে ইশাতন বললেন, ‘‘ছোটবেলায় বাড়ির ছোট খাটো কাজে সাহায্য করত ও। পুকুর থেকে জল নিয়ে আসা আমাদের ভাইবোনেদের দায়িত্ব ছিল। বড় হওয়ার পর খেলার জন্য বেশির ভাগ সময় ওকে বাড়ির বাইরেই থাকত হত। অনেক কঠিন সময় পেরোতে হয়েছে ওকে। অনেক ঝড় গিয়েছে ওর উপর দিয়ে।’’