ভারতের অন্যতম সেরা টেস্ট বোলার তিনি। ব্যাট হাতেও কম যান না। ইতিমধ্যেই চারটি টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। সেই রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল ডান হাতের বদলে বাঁ-হাতে ব্যাট করতে।
ইনদওরে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। টেস্ট শুরুর আগে নেটে ব্যাটিং প্রাকটিস করছিলেন তিনি। সেখানেই ডান হাতের বদলে বাঁ-হাতে ব্যাট করতে দেখা গেল তাঁকে। অশ্বিনের বাঁ-হাতে ব্যাট করার সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ভারতীয় দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, বাঁ-হাতে বেশ স্বচ্ছন্দে ব্যাট করছেন ৩৩ বছরের এই ভারতীয় স্পিনার। মারছেন স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভের মতো শটও। তা দেখে আপ্লুত নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অশ্বিনকে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলেছেন, ‘ঋষভ পন্থের থেকে ভাল ব্যাট করছেন অশ্বিন।’ সাম্প্রতিক কালে নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি পন্থ। তিনিও ব্যাট করেন বাঁ-হাতে। সে জন্যই অশ্বিনের ব্যাট করা দেখে নেটিজেনদের কটাক্ষের স্বীকার পন্থ।
No. Do not check your phone 😆😂 It's indeed a left-handed Ashwin Batting 😮😉 #TeamIndia #INDvBAN
আরও পড়ুন: মুম্বইতে বোলারদের দাপট, মধ্যপ্রদেশকে গুঁড়িয়ে ম্যাচ জিতল বাংলা
আরও পড়ুন: শেষ পাঁচ ইনিংসের তিনটিই সেঞ্চুরি! স্বপ্নের ফর্মে ময়াঙ্ক