নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লোকেশ রাহুলকে উইকেটকিপার হিসেবে দেখতে চাইছে টিম ইন্ডিয়া। তিনি কিপিং করলে ভারসাম্য বাড়ছে দলে, বাড়তি ব্যাটসম্যানও খেলানো যাচ্ছে। আর সেই কারণেই টিম ম্যানেজমেন্ট এ রকম ভাবছে বলে মনে করা হচ্ছে।
মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেই ম্যাচে কিপিং করেছিলেন রাহুল। রাজকোট ও বেঙ্গালুরুতে সিরিজের পরের দুই ম্যাচেও কিপিং করেন রাহুল। রাজকোটে পাঁচে নেমে অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। শেষ একদিনের ম্যাচে অবশ্য শিখর ধওয়ন চোট পাওয়ায় ওপেনিংয়ে আসেন রাহুল। এর মধ্যে বেঙ্গালুরু ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছিলেন ঋষভ। কিন্তু অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর জন্য রাহুলকে দিয়েই কিপিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিউজিল্যান্ড সফরেও সেই পথেই এগোতে চাইছে ভারত।
শিখর ধওয়ন এই সফরেও নেই। তাঁর অনুপস্থিতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাহুলকে ওপেনিংয়ে পাঠানোর কথা ভাবা হচ্ছে। তবে তিন ম্যাচের একদিনের সিরিজে পাঁচেই নামানো হবে তাঁকে। সে ক্ষেত্রে ওপেনিংয়ে দেখে নেওয়া হতে পারে পৃথ্বী শ-কে। অধিনায়ক বিরাট কোহালি তেমনই ইঙ্গিত দিয়েছেন বৃহস্পতিবার।