২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রানের ইনিংসটাকে সচিনের খেলা সেরা ইনিংস বাছলেন ওয়াকার ইউনিস। সে দিন ওয়াসিম আক্রম, শোয়েব আখতার ও ওয়াকারকে শাসন করেছিল সচিনের ব্যাট।
ক্রিকেটমাঠে অসংখ্য মণিমুক্তো ছড়িয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে থেকে কোনও একটা ইনিংসকে আলাদা করে বেছে নেওয়া কঠিন। সচিন তেন্ডুলকরের সুপার ফ্যান সুধীর প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিসের কাছে জানতে চেয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’-এর সেরা ইনিংস কোনটা? সেই প্রশ্নের উত্তরেই এই ইনিংসটি বেছে নিলেন ওয়াকার।
সচিন জ্বলে ওঠায় দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাকিস্তানকে খুব সহজেই হারাতে পেরেছিল ভারত। সচিনের মারমুখী ব্যাটিং প্রসঙ্গে ওয়াকার বলছেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে সচিনের করা ৯৮ আমার দেখা অন্যতম সেরা ইনিংস। সচিনকে জিজ্ঞাসা করলেও হয়তো এই ইনিংসটার কথাই বলবে।’’