Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Mahendra Singh Dhoni

বিশ্বকাপ সেমিফাইনালে ধোনির আউটে আগে ও পরে অনুভূতি কী ছিল, বললেন বিপক্ষের এই বোলার

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি এখনও ভারতের ক্রিকেট অনুরাগীদের মনে টাটকা।

ধোনির রান আউটের সেই মুহূর্ত।

ধোনির রান আউটের সেই মুহূর্ত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১২:৪৮
Share: Save:

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি এখনও ভারতের ক্রিকেট অনুরাগীদের মনে টাটকা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। ৪৯তম ওভারে মহেন্দ্র সিংহ ধোনির রান আউট হওয়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৮ রানে সেই ম্যাচ হেরে যায় ভারত।

নিউজিল্যান্ডের সেই দলে ছিলেন জোরে বোলার জিমি নিশামও। ধোনি আউট হওয়ার আগে এবং পরে কেমন অনুভূতি ছিল তাঁর দলের? এক সমর্থকের এই প্রশ্নের উত্তর টুইটারে দিয়েছেন নিশাম। লিখেছেন, ‘ধোনি আউট হওয়ার আগে: মনে হচ্ছে আমরা ম্যাচটা জিতব। ধোনি আউট হওয়ার পর: আমরা নিশ্চিত ভাবেই এই ম্যাচটা জিতব’।

বিশ্বকাপের পরে আর খেলতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। দীর্ঘদিন মাঠের লড়াই থেকে অনুপস্থিত থাকার পর গত বছর স্বাধীনতা দিবসের দিন ক্রিকেট থেকে অবসর নেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE