Advertisement
১৬ এপ্রিল ২০২৪
West Bengal News

‘ওরা কিন্তু ভুল করছে, আমি কাউকে ছেড়ে কথা বলব না’, শাসানি অনুব্রতর

বিজেপিকে কাঠগড়ায় তুলে অনুব্রত বলেন, ‘‘খয়রাশোলের পাশেই ঝাড়খণ্ড। সেখান থেকে লোক ঢুকিয়ে বিজেপি বারবার গোলমাল করার চেষ্টা করছে। ঝাড়খণ্ড থেকে লোক এনেই দীপককে খুনের চেষ্টা হয়েছে।’’

দলের ব্লক সভাপতিকে খুনের চেষ্টার পর পাল্টা হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। —ফাইল ছবি

দলের ব্লক সভাপতিকে খুনের চেষ্টার পর পাল্টা হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১৮:৪২
Share: Save:

দলের ব্লক সভাপতির উপর হামলার জেরে ফের ‘আগুনে’ মেজাজে অনুব্রত মণ্ডল। ‘কাউকে ছেড়ে কথা বলব না’—রবিবার সন্ধ্যায় বিজেপির প্রতি এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাঁর অভিযোগ, ঝাড়খণ্ড থেকে লোক এনে গন্ডগোল পাকাচ্ছে বিজেপি। অশান্তি করলে একজনও ছাড় পাবে না বলে হুমকি দিয়েছেন অনুব্রত।

রবিবার কেন্দ্রগাড়িয়াতে নিজের বাড়িতে ফিরছিলেন খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ। রাস্তায় তাঁর বাইক থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দীপকবাবু।

দুপুরের এই ঘটনার পর সন্ধ্যায় অনুব্রত মণ্ডল বলেন, ‘‘দীপক খুব ভাল সংগঠক। খয়রাশোল এলাকায় অন্য কোনও দলের সংগঠন নেই। দীপক আমার খুব কাছেরও। বিজেপি চাইছে দীপককে সরিয়ে দিতে। তাহলে নিজেদের সংগঠন বাড়াতে ওদের সুবিধা হবে।’’ বিজেপিকে কাঠগড়ায় তুলে অনুব্রত বলেন, ‘‘খয়রাশোলের পাশেই ঝাড়খণ্ড। সেখান থেকে লোক ঢুকিয়ে বিজেপি বারবার গোলমাল করার চেষ্টা করছে। ঝাড়খণ্ড থেকে লোক এনেই দীপককে খুনের চেষ্টা হয়েছে।’’

আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ব্লক সভাপতিকে কুপিয়ে, গুলি করে খুনের চেষ্টা খয়রাশোলে

এর পরই অনুব্রতর হুঁশিয়ারি, ‘‘ওরা কিন্তু ভুল করছে। আমি কাউকে ছেড়ে কথা বলব না। আমার জেলায় একটাও খুন-জখম নেই।’’ তাঁর দাবি, ‘‘এতগুলো গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে। কোথাও একটা বোমা পড়েনি, কোথাও গুলি চলেনি, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব হয়নি।’’ এরপর হুমকির সুরে তিনি বলেন, ‘‘বিজেপি যদি ভাবে, বাইরে থেকে লোক ঢুকিয়ে এলাকা অশান্ত করবে, তাহলে ভুল ভাবছে। আমি এক জনকেও ছাড়ব না।’’

আরও পড়ুন: মনস্কামনা পূরণ করতে ওড়িশায় শিশুকে ‘বলি’ দিল দাদা-কাকা!

পাশাপাশি অনুব্রত এদিন জানিয়েছেন, দীপক ঘোষকে আগেও একবার খুনের চেষ্টা হয়েছিল। ঘটনায় অভিযুক্তকে পাণ্ডবেশ্বর থেকে ধরে আনা হয়েছিল বলেও দাবি অনুব্রতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE