Advertisement
০৩ মে ২০২৪

খুব প্রয়োজন ছাড়া ফোনে কথা নয়, নির্দেশ কৈলাসের

খুব প্রয়োজন ছাড়া ফোনে কথা বলার দরকার নেই। দলীয় বৈঠকে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এমনই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। পদাধিকারীদের তিনি বলেছেন, দরকারে হোয়াটসঅ্যাপ কল করতে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৫:০৭
Share: Save:

খুব প্রয়োজন ছাড়া ফোনে কথা বলার দরকার নেই। দলীয় বৈঠকে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এমনই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। পদাধিকারীদের তিনি বলেছেন, দরকারে হোয়াটসঅ্যাপ কল করতে। নইলে সাক্ষাতে কথা বলতে।

তাঁর অভিযোগ, মোবাইলে আড়ি পাতছে রাজ্য প্রশাসন। কিছু দিন আগে কৈলাসের সঙ্গে মুকুল রায়ের পর পর দু’টি কথপোকথন নেট দুনিয়ায় ‘ভাইরাল’ হয়।

একটিতে মতুয়া ভোট ভাগাভাগি থেকে শুরু করে তৃণমূল ভাঙানো এবং অন্যটিতে নারদ কাণ্ডের মূল কুশীলব ম্যাথু স্যামুয়েলের সঙ্গে ‘ডিল’ করে তৃণমূলকে বিপাকে ফেলার বিষয়ে আলোচনা শোনা গিয়েছে। মুকুল জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে তিনি মামলা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE