Advertisement
২৪ এপ্রিল ২০২৪
CID

দিল্লিতে সিআইডির জালে ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডল

এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ নয়াদিল্লির পঞ্চশিল পার্কের কাছে একটি হোটেল থেকে সুজিতকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের পর সুজিত মণ্ডল। নিজস্ব চিত্র

গ্রেফতারের পর সুজিত মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১২:২৯
Share: Save:

শেষ রক্ষা হল না। সিআইডির জালে ধরা পড়লেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী মোস্ট ওয়ান্টেড সুজিত মণ্ডল। শনিবার সকালে দিল্লির মালব্যনগর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এ দিন দিল্লির আদালতে তাঁকে তোলা হবে। তার পরই কলকাতায় নিয়ে আসা হবে। গত জুলাই মাসে মুম্বই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দিয়েছিলেন সুজিত। সেই থেকেই তাঁর খোঁজ চালানো হচ্ছিল। জারি হয়েছিল লুক আউট নোটিসও।

সিআইডি সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ নয়াদিল্লির পঞ্চশিল পার্কের কাছে একটি হোটেল থেকে সুজিতকে গ্রেফতার করা হয়।

প্রাক্তন আইপিএস ভারতীর মতো সুজিতের বিরুদ্ধেও পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তোলাবাজি মামলায় চার্জশিট দিয়েছিল সিআইডি। তার পর থেকেই ফেরার ছিলেন সুজিত। মাঝে জুলাই মাসে সুজিতকে আটক করেছিল মুম্বই পুলিশ। কিন্তু, সিআইডি হেফাজতে নেওয়ার আগেই সে যাত্রায় পালিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ‘২৫ বছরের রাজত্ব উপড়ে দিলাম, ইনি তো মাত্র ৭ বছর’

এ বছরের জুন মাসে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এবং তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সুজিত মণ্ডলকে ফেরার দেখিয়ে চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। ঘাটাল আদালতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তোলাবাজি মামলায় এই চার্জশিট জমা দেয় রাজ্য গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: ভারতীকে ফেরার দেখিয়ে সিআইডির চার্জশিট, নাম দেহরক্ষী সুজিতেরও

ভারতী-সুজিত ছাড়াও চার্জশিটে নাম ছিল ভারতীর স্বামী এমএভি রাজু এবং চার জন পুলিশ আধিকারিক-সহ ছ’জনের। দাসপুরের ব্যবসায়ী চন্দন মাজির অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু করেছিল মেদিনীপুর জেলা পুলিশ। সেই এফআইআরে অবশ্য ভারতী, তাঁর দেহরক্ষী এবং ভারতীর স্বামীর নাম অভিযুক্ত হিসেবে ছিল না।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bharati Ghosh CID Midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE