Advertisement
১৭ জুন ২০২৪

ভিন্‌ রাজ্যে যাঁরা আটকে, তাঁদের টাকা পাঠাবে সরকার

চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। মৃতের সংখ্যা বাড়েনি (৭)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৬:৪১
Share: Save:

রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। এখনও পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে ৪২ জনকে। তবে রাজ্যে মৃতের সংখ্যা একই রয়েছে (৭ )।

যা বললেন মুখ্যমন্ত্রী:

• মুম্বইতে কথা বলেছি। দিল্লিতে কথা বলছি। ওই আটকে পড়া পরিবারগুলোকেও আমাদের সরকারে তরফ থেকে কিছু টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

• আমাদের কাছে খবর এসেছে চিকিৎসা করাতে গিয়ে অনেকে ভিন রাজ্যে আটকে পড়েছেন।

• আমরা ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের শ্রমিকদের সাহায্য় করার চেষ্টা করছি। তাঁদের অল্প কিছু টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। যাতে তাঁরা প্রয়োজনীয় খাবার কিনে খেতে পারেন।

• ছোট নির্মান কাজ, রাস্তার কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে। তবে সতর্কতা বজায় রেখে।

• একই সমস্যা ইটভাটাতে। সেখানেও কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় কর্মীদের নিয়ে।

• আমরা ঠিক করেছি সব চটকলে কাজ শুরু হবে। তবে ১৫ শতাংশ কর্মী দিয়ে। সামাজিক দূরত্ব বজায় রেখে।

• তবে ১৮ টা চটকল খোলা অন্যায্য হবে। তাতে বাকি চটকল গুলির কর্মীরা বেতন পাবেন না।

• চটকল খোলার জন্য কেন্দ্র চিঠি দিয়েছে। তারা ১৮ টি জুট মিলের তালিকা পাঠিয়েছে। এখন রবি শস্য কাটার সময়। চটের বস্তা প্রয়োজন।

• মুখ্যসচিব কেস টু কেস ভিত্তিক সিদ্ধান্ত নেবেন

• ছোট ছোট যে শিল্পকেন্দ্র আছে, সেগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেউ কাজ করতে চাইলে মুখ্যসচিবকে আবেদন জানাতে হবে

• ১০০ দিনরে কাজও করা যেতে পারে

• রবিশস্য মাঠে পড়ে আছে, সেগুলো কাটার ক্ষেত্রে কোনও বাধা নেই

• চা বাগানে কাজ চলছে, এ বার উৎপাদনেও ছাড় দেওয়া হবে

• মাস্ক না পরলে পুলিশ বাড়ি পাঠিয়ে দেবে, ব্যবস্থাও নেওয়া হতে পারে

• এটা করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন

• কিছু কিছু জায়গায় বাজারে দোকানে প্রচুর ভিড় হচ্ছে

• করোনাভাইরাসের কন্ট্রোলরুম চলছে। নম্বর ১০৭০

• আইসিডিএস সেন্টার ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

• স্কুলপড়ুয়াদের বিষয়ে আমরা আগেই বলেছি, উচ্চ মাধ্যমিকের তিনটে পরীক্ষা বাকি আছে। সেটা জুন মাসে করে দেওয়া হবে

রাজীব সিংহর বক্তব্য:

• রাজ্যে মোট টেস্ট হয়েছে ৩৪৭০ জনের

• রাজ্যে মৃতের সংখ্যা একই রয়েছে, সাত জন

• চিকিৎসার পর গত ২৪ ঘণ্টায় ছেড়ে দেওয়া হয়েছে ৪২ জনকে

• অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৩২

• রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৭ জন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19 Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE