Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Coronavirus

রাজ্যে কিছু জায়গায় লকডাউনের শর্ত মানা হচ্ছে না, নবান্নকে চিঠি কেন্দ্রের

বিধি ভাঙা হচ্ছে, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, ইকবালপুর এবং মানিকতলায়। উল্লেখ চিঠিতে।

লকডাউন চলাকালীনই বাজারে ভিড়।

লকডাউন চলাকালীনই বাজারে ভিড়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৮:৪১
Share: Save:

রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন বিধি লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি)-কে কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরুজ-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় লকডাউন বিধি মানা হচ্ছে না বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে রাজ্যের জবাবও তলব করেছে কেন্দ্র।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন নিরাপত্তা সংস্থা মারফত খবর পাওয়া গিয়েছে যে, রাজ্য সরকার ক্রমশই নানা ক্ষেত্রে ছাড় ঘোষণা করার পর থেকেই লকডাউন বিধি ভঙ্গ করা হচ্ছে। উদাহরণ স্বরূপ বলা যায়, অত্যাবশ্যক পণ্য নয় এমন জিনিসের দোকানও খোলার অনুমতি দেওয়া হয়েছে। যেখানে লকডাউন বিধি ভঙ্গ হচ্ছে সেই জায়গার নামও চিঠিতে লিখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, ইকবালপুর এবং মানিকতলা এলাকায় শাকসব্জি, মাছ-মাংসের দোকানে বিধি ভেঙেই ভিড় জমানো হচ্ছে। একই সঙ্গে নারকেলডাঙায় যে করোনা আক্রান্ত ধরা পড়েছেন সেটাও তুলে ধরা হয়েছে ওই চিঠিতে।

রাজ্যকে লকডাউনের গাইডলাইন মানার কথাও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

• বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, পুলিশ ধর্মীয় জমায়েত, রেশনিং ব্যবস্থা বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের দিয়ে রেশন বিলি করতে দিচ্ছে পুলিশ। এর থেকে করোনা সংক্রমণ হতে পারে।

আরও পড়ুন: ঢোকা-বেরনো বন্ধ, খুলবে না বাজারও, রাজ্যের সম্ভাব্য হটস্পট এলাকাগুলি

• এই ধরনের কাজের মাধ্যমে ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সময়ে সময়ে যে নির্দেশ পাঠাচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে এবং এটা এই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

• এই ধরনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে এবং এ ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দ্রুত একটি রিপোর্টও পাঠাতে বলা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে, ভবিষ্যতে এই ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে যাতে কড়া পদক্ষেপ করা হয়।

আরও পড়ুন: হাওড়ার হটস্পট ঘিরে ফেলছে পুলিশ, পরিষেবা দিতে বসছে হটলাইন

রাজ্যের কাছে কেন্দ্রের পাঠানো চিঠি টুইট করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আঙুল তুলেছেন রাজ্যের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিপর্যয় মোকাবিলা আইনের অবমাননা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার প্রধানমন্ত্র্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মন্তব্য করেন, ওই জায়গাগুলোর কথা কেন এসেছে তা তিনি বুঝতে পারছেন। তাঁর কথায়, ‘‘মনে রাখতে হবে, আমরা কোনও সাম্প্রদায়িক ভাইরাসের বিরুদ্ধে লড়ছি না। আমরা একটা রোগের বিরুদ্ধে লড়ছি।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE