Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Weather

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, সপ্তাহান্তে রাজ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, ৩ মে ওড়িশা উপকূলে প্রায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ফণী।

ধেয়ে আসছে ফণী। —ফাইল চিত্র।

ধেয়ে আসছে ফণী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৭:২৪
Share: Save:

শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। তার প্রভাবে এ রাজ্যেও ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী শনিবার থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শধু দক্ষিণবঙ্গেই নয়, ফণীর প্রভাবে উত্তরবঙ্গেও ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।আরও জানানো হয়েছে, কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার হতে পারে। রবিবার দুর্যোগ আরও বাড়বে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঝড়ের গতিবেগও। আবহাওয়াবিদদের আশঙ্কা, গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে মৌসম ভবন।এই সময় দিঘা, মন্দারমনি, বকখালিতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনকেও।

আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, ৩ মে ওড়িশা উপকূলে প্রায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ফণী। চেন্নাই থেকে প্রায় ৬৯০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। তীব্র গতিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ওড়িশার পাশাপাশি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মাদক রাখার অপরাধে জাপানে দু’বছরের জেলপ্রীতি জিন্টার প্রাক্তন প্রেমিক শিল্পপতি নেস ওয়াদিয়ার​

আরও পড়ুন: রাজীবের গ্রেফতারির আবেদন, সিবিআইয়ের কাছে তথ্য লোপাটের প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট​

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই ক্যাবিনেট সচিবকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোথায় কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে বা আগাম সতর্কতামূলক ব্যবস্থা কী নেওয়া হবে, তা নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি মঙ্গলবার বৈঠক করবে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Forecast Cyclone Fani West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE