Advertisement
০৩ মে ২০২৪
Local News

পুরুলিয়ায় যাঁদের বাড়ি গেলেন অমিত শাহ, তাঁরাই আজ তৃণমূলে

পুরুলিয়া শহরের সীমানা ছাড়িয়ে লাগদা গ্রামে শাহের জন্য সেই জনসম্পর্ক কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় বিজেপি। অমিত শাহ কয়েকটি পরিবারের সঙ্গে দেখাও করেন। কিন্তু তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। জানা গিয়েছে, পরিবারগুলি তৃণমূলে যোগ দিচ্ছে।

লাকদার একটি বাড়িতে অমিত শাহ। —ফাইল চিত্র

লাকদার একটি বাড়িতে অমিত শাহ। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৭:২৪
Share: Save:

স্থায়ী হল না ‘সাফল্যের’ স্বাদ। পুরুলিয়ায় অমিত শাহের সভায় ভিড়ের কথা ফলাও করে প্রচারের জন্য সবে প্রস্তুতি নিতে শুরু করেছিল বিজেপি। কিন্তু রাত পোহাতেই বেজায় অস্বস্তি গেরুয়া শিবিরে। লাগদা গ্রামে যাঁদের দরজায় গিয়ে বৃহস্পতিবার দুপুরে ‘জনসম্পর্ক’ করে এসেছিলেন অমিত শাহ, বৃহস্পতিবার রাত থেকেই সেই দু’টি পরিবারের অন্তত চার সদস্যকে আর গ্রামে দেখা যায়নি। রাত পোহাতেই জানা গিয়েছে, তাঁরা কলকাতায়। শুক্রবার বিকেলেই আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নেবেন তৃণমূলের পতাকা।

পুরুলিয়ায় জনসভা করার আগেই বৃহস্পতিবার লাগদা গ্রামে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জনসম্পর্ক অভিযানে এর আগে দেশের নানা প্রান্তে বিশিষ্ট নাগরিকদের বাড়ি গিয়েছেন অমিত শাহ। বাংলায় এসে তিনি সাধারণ নাগরিকের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরুলিয়া শহরের সীমানা ছাড়িয়ে লাগদা গ্রামে শাহের জন্য সেই জনসম্পর্ক কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় বিজেপি। অমিত শাহ কয়েকটি পরিবারের সঙ্গে দেখাও করেন। কিন্তু তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। জানা গিয়েছে, পরিবারগুলি তৃণমূলে যোগ দিচ্ছে।

লাগদা গ্রামের দু’টি পরিবারের চার সদস্য নিখোঁজ— প্রথমে জানা গিয়েছিল এই রকমই। পরে জানা যায়, কেউই নিখোঁজ নন, সকলেই কলকাতায় রয়েছেন, তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন।

আরও পড়ুন: ‘আত্মহত্যা’ বলেও দুলালের মৃত্যুতে কেন খুনের মামলা রুজু করল সিআইডি?

তৃণমূলের জেলা বা রাজ্য নেতৃত্ব কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, লাগদা গ্রামের ওই চার-পাঁচ জন কলকাতায় রয়েছেন, দলের সঙ্গেই রয়েছেন, কিন্তু ঠিক কোথায় রয়েছেন জানা নেই, কারণ গোটা বিষয়টাই তৃণমূল যুব কংগ্রেসের তত্ত্বাবধানে চলছে।

তৃণমূল যুব কংগ্রেস সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের উদ্যোগেই পুরোটা নিয়ন্ত্রিত হচ্ছে। লাগদা গ্রাম থেকে যাঁরা এসেছেন, দলের যুব সংগঠনের তত্ত্বাবধানেই তাঁরা দলে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: উৎখাত হবে বিজেপি-ই, শাহের জবাবে তৃণমূল

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে লাকদা থেকে পরিবার দু’টির হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হবে। তৃণমূল যুব কংগ্রেস সূত্রে জনানো হয়েছে, ওই দুই পরিবারের সদস্যরা তৃণমূলেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার অমিত শাহ, তাঁদের বাড়িতে যাওয়ায় সংশয় তৈরি হয়েছিল। সেই কারণেই আজ কলকাতায় এসে ফের আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে থাকার কথা জানাবেন লাকদার ওই দুই পরিবারের সদস্যরা।

পুরুলিয়া জেলা বিজেপি তীব্র বিষোদগার করেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘পুরুলিয়ায় তৃণমূলের আর কিছু অবশিষ্ট নেই। পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে লাকদার ওই দুই পরিবারকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE