Advertisement
০১ মে ২০২৪
State news

কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাক অমিতের

কলকাতায় মেয়ো রোডের সভায় এ ভাবেই নাগরিক পঞ্জি নিয়ে মুখ খুললেন অমিত শাহ।

মঞ্চে অমিত শাহ।

মঞ্চে অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১১:২০
Share: Save:

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। কলকাতা জনসভা থেকে আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি হবেই এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবেই— ঘোষণা শাহের। দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি জরুরি বলে তিনি মন্তব্য করেছেন।

যুবব জনতা মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্য থেকে মমতা সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ ঘোষণা করলেন অমিত। একই সঙ্গে নাগরিক পঞ্জি নিয়েও মমতার বিদ্রোহকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত বললেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীদের এ দেশে নাগরিক করতে বিল আনবে কেন্দ্র, সেই বিল আইনে পরিণত করা আটকাবার ক্ষমতা থাকলে মমতা আটকান।

এ দিকে এ দিন আবার গোটা রাজ্যে কালা দিবস পালন করছে তৃণমূল। কালো পতাকা নিয়ে, কালো ব্যাজ পরে পথে নামছেন তৃণমূল কর্মীরা। এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন এলাকায় পথসভা করে বিজেপি-কে তাঁরা ধিক্কার জানাতেই তৃণমূলের এই কর্মসূচি।

দেখুন মেয়ো রোডে বিজেপির সভা:

• বাংলায় সব জেলায় গণতন্ত্রের আওয়াজ পৌঁছবে। আমরা বাংলা বিরোধী নয়, কিন্তু মমতা বিরোধী, বললেন তিনি। মমতা সরকারকে উৎখাত করতে হবে, মঞ্চ থেকেই ডাক দিলেন অমিত শাহ।

• মোদী বাংলাকে অনেক টাকা দিয়েছেন। ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা দিয়েছেন বাংলাকে। কোথায় গেল সেই টাকা? প্রশ্ন ছুড়লেন অমিত শাহ।

• দুর্গার বিসর্জন হতে দেয় না, সরস্বতীর পুজো করতে দেয় না। এটা কি উচিত? আমি কথা দিচ্ছি বিজয় দশমীতেই বিসর্জন হবে, বললেন অমিত।

• তৃণমূল-কংগ্রেসের জোট বাংলায় কাজ করবে না। আমাদের বিজয় রথ থামালে চলবে না। এখানে মোদীর নেতৃত্বে সরকার গড়তে হবে, তবেই উন্নয়ন হবে।

• ২০১৯ সালে সরকারের কোনও মূল্য থাকবে না যদি না বাংলায় সরকার গড়া যায়, বলেন অমিত শাহ।

• রাজীব অসম চুক্তি করেছিলেন, এখন রাহুল নাগরিকপঞ্জির বিরোধিতা করছেন, বলেন অমিত।

• পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা শরণার্থী। তাঁদের জন্য নাগরিকত্ব বিল আনা হবে, বললেন অমিত শাহ।

• বাংলার মানুষকে বলতে চাই বিদেশি অনুপ্রবেশকারীদের বার করাই নাগরিকপঞ্জি, বললেন অমিত শাহ।

• আমাদের কাছে দেশ আগে, পরে অনুপ্রবেশকারী, বললেন অমিত।

• বাংলার অনুপ্রবেশকারীরা আগে বামেদের ভোট দিতেন, তখন মমতা ওদের বার করে দেওয়া কথা বলতেন, এখন তাঁরা তৃণমূলের ভোটব্যাঙ্ক, বললেন অমিত।

• মঞ্চে বলতে শুরু করলেন অমিত শাহ।

• বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা ঢুকছে, বাংলায় দিকে দিকে অস্ত্রের কারখানা গজিয়ে উঠেছে, বলেন দিলীপ। দিদির মধ্যে মমতা নেই, তোপ পুনম মহাজনের।

দেখুন ভিডিও:

• বেকার সমস্যা বাড়ছে, অনেক বছর ধরে রাজ্যে কোনও শিক্ষক নিয়োগ হয়নি। বাংলা জুড়ে দুষ্কৃতী দাপাচ্ছে, পুলিশ গায়ে হাত দেয় না, বললেন দিলীপ ঘোষ।

• বেলা দেড়টা নাগাদ মঞ্চে এলেন অমিত শাহ। বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: কলকাতায় আজ অমিত শাহ, রাজ্য জুড়ে পথে তৃণমূল

• বেলা ১টা ২০ মিনিট নাগাদ গেস্ট হাউস থেকে সভার পথে রওনা হলেন অমিত শাহ।

• বিমানবন্দরে সভাগামী বিজেপি সমর্থকদের বাস আটকে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি।

• সভার চলাকাণীর বিচ্ছিন্ন অশান্তির খবর মিলতে শুরু করেছে।

আরও পড়ুন: কংগ্রেস নিজের ঘর সামলাক, রাহুলের দল ভাঙার অভিযোগ ওড়ালেন মমতা

• সভার মঞ্চে বক্তব্য রাখতে শুরু করলেন শমীক ভট্টাচার্য। রাজ্যে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বলেন তিনি।

• বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অমিত শাহ। গেস্ট হাউসে কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে সভার দিকে রওনা দেবেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং রাহুল সিনহা এবং মুকুল রায়।

• শিয়ালদহ, হাওড়া, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে থেকে মিছিল করে মেয়ো রোডে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন: ‘মুসলিমকে ভাড়া দিই না!’ শহরে বাসা খুঁজছেন যাদবপুরের ছাত্রী

• বিভিন্ন জেলা থেকে যাঁরা আগেই এসে উপস্থিত হয়েছেন তাঁদের জন্য পাথুরিয়াঘাটা ট্রিটের কাছে থাকার ব্যবস্থা করেছে বিজেপি।

• আজ সকাল থেকেও বাসে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন লোকজন। বিজেপির যুব নেতারা সাদা পাঞ্জাবি পায়জামায়, গলায় গেরুয়া রুমাল।

• মেয়ো রোডের দিকে গাড়ি চলাচল বন্ধ রেখেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE