Advertisement
১৯ মার্চ ২০২৪

রায়গঞ্জে দীপাই, ১১ প্রার্থীর তালিকা ঘোষণা কংগ্রেসের

সোমবার রাতে বাংলার ১১টি অন্ধ্রপ্রদেশের ১৫টি, অসমের ৫টি, ওড়িশার ৬টি, তেলঙ্গানার ৮টি এবং উত্তরপ্রদেশের ৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০২:২৪
Share: Save:

সোমবার রাতে বাংলার ১১টি অন্ধ্রপ্রদেশের ১৫টি, অসমের ৫টি, ওড়িশার ৬টি, তেলঙ্গানার ৮টি এবং উত্তরপ্রদেশের ৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

দিল্লিতে সনিয়া গাঁধীর উপস্থিতিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই কোচবিহার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ১১টি আসনের প্রার্থীর নাম অনুমোদিত হয়। রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, কোচবিহারে প্রিয়া রায়চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণি কুমার ডার্নাল, দার্জিলিঙে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ইশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা প্রার্থী হচ্ছেন।

শুক্রবার বামফ্রন্ট ২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল। আজ কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে ৬টি আসনে প্রার্থী দিচ্ছে বামেরা। ফলে দু’পক্ষের জোটে ইতি পড়ল কি না সেই জল্পনা তীব্র হয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE