Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Firhad Hakim

শীতঘুম ভাঙল মনে হচ্ছে, জিতেন্দ্রকে জবাবি চিঠি ফিরহাদের

আসানসোলের পুর প্রশাসক হিসাবে জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছিলেন। গত সোমবারের সেই চিঠির জবাব শুক্রবার জিতেন্দ্রকে দিলেন ফিরহাদ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২২:২৩
Share: Save:

দল এবং পদ ছেড়ে যাওয়ার পর জিতেন্দ্র তিওয়ারিকে জবাবি চিঠি লিখলেন পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম! জিতেন্দ্র আসানসোলের পুর প্রশাসক-সহ তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে বিধায়ক পদ তিনি এখনও ছাড়েননি। ববির এ দিনের চিঠি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রের উদ্দেশেই। ববি লিখেছেন, ‘‘আপনার চিঠি পেয়েছি। চিঠির বক্তব্য আমাকে ভীষণ অবাক করেছে। কোন বাধ্যবাধকতা থেকে আপনাকে ওই চিঠি লিখতে হয়েছে, আমি জানতে খুবই আগ্রহী।’’ তবে ওই চিঠির প্রেক্ষিতে জিতেন্দ্র জানিয়েছেন, দল ছেড়ে দেওয়ার পর এ সব নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই।

আসানসোলের পুর প্রশাসক হিসাবে জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছিলেন। গত সোমবারের সেই চিঠির জবাব শুক্রবার জিতেন্দ্রকে দিলেন ফিরহাদ। কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের তালিকায় জায়গা করে নিয়েছিল আসানসোল। ওই প্রকল্পে শহরের উন্নয়নে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। কিন্তু সেই টাকা রাজ্য সরকার নেয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়ে জিতেন্দ্র ফিরহাদকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির জবাবে ববি লিখেছেন, ‘‘গত ১০ বছর ধরে আমার দফতর থেকে আসানসোল পুরসভা অসংখ্য প্রকল্পের বরাদ্দ পেয়েছে। হঠাৎ করে আপনি এমন ভিত্তিহীন অভিযোগ করলেন দেখে মনে হচ্ছে শীতঘুম ভাঙল।’’

এর পরেই ববি ওই চিঠিতে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের তালিকায় আসানসোলের নাম কখনই ছিল না। সুতরাং ওই পুরসভাকে বঞ্চিত করার কোনও প্রশ্নই ওঠে না বলে চিঠিতে লিখেছেন তিনি। ববি লিখেছেন, ‘‘স্মার্ট সিটি প্রকল্পের তালিকায় থাকা দেশের অন্যান্য শহর যেখানে কম-বেশি ১০০ কোটি টাকা পেয়েছে, সেখানে ২ হাজার কোটি টাকা বিরাট এবং কল্পিত। আমি নিশ্চিত, এই সাধারণ বিষয়টি আপনার জানা।’’ তবে কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পে দেড় হাজার কোটি টাকা আসানলোস পুরসভা পায়নি, এ বিষয়টি তাঁর জানা নেই বলেই চিঠিতে জানিয়েছেন ববি। তিনি আরও জানিয়েছেন, বাস্তবের সঙ্গে জিতেন্দ্রর চিঠিতে উল্লেখিত পরিসংখ্যানের কোনও মিল নেই বলে এই বিতর্কের কোনও জবাব হয় না।

ববি ওই চিঠিতে জিতেন্দ্রকে লিখেছেন, ‘‘নিশ্চিত করে বলে পারি, আমার ফতর আসানসোল-সহ রাজ্যের সমস্ত পুরসভাকে সব রকমের সাহায্য করতে ছিল, আছে এবং থাকবে।’’ তাঁর লেখায় রয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলে সব রকমের উন্নয়ন বিশাল ভাবে হয়েছে। আসানসোল সব দিক থেকেই সম্পূর্ণ ভাবে পাল্টে গিয়েছে। সেখানকার নাগরিকদের জীবনও উন্নত হয়েছে বিপুল ভাবে।’’

আরও পড়ুন: বাবুল-কাঁটায় দোটানায় জিতেন্দ্র, রাতে বৈঠক মন্ত্রী অরূপের সঙ্গে

আরও পড়ুন: শুভেন্দু-ঘনিষ্ঠ বিধায়ক বনশ্রীও তৃণমূল ছাড়লেন, যোগ বিজেপি-তে

তবে ববির এই চিঠি প্রসঙ্গে জিতেন্দ্র জানিয়েছেন, তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন। ওই প্রসঙ্গে বা মন্ত্রীর চিঠি নিয়ে তিনি কিছু বলতে চান না বলেই জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। জানিয়েছেন, এ বিষয়ে তাঁর মাথাব্যথা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firhad Hakim Jitendra Tiwari TMC Asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE