Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Murder

লাঠি ও রড দিয়ে পিটিয়ে খুন পূর্ব বর্ধমানে, অভিযুক্ত তৃণমূল নেতা

পূর্ব বর্ধমানে খুনে অভিযুক্ত তৃণমূল নেতা। লাঠি ও রড দিয়ে পুরনো বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ কেতুগ্রামে।

প্রতীকী ছবি। ছবি সৌজন্যে পিক্সা-বে।

প্রতীকী ছবি। ছবি সৌজন্যে পিক্সা-বে।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৪:২৭
Share: Save:

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একটি খুনের ঘটনায় নাম জড়াল তৃণমূল নেতার। বুধবার সন্ধ্যায় নূর ইসলাম শেখ (৩২) নামে ওই ব্যাক্তিকে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা খোকন শেখ। মৃতের পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় বাজারের কাছেই বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল নূর ইসলাম। সেইসময় আচমকা বাইকে চেপে দলবল নিয়ে এসে খোকন শেখ হামলা করে। তাদের হাতে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। রড ও লাঠি দিয়ে মারধর করা হয় নূর ইসলাম শেখ এবং তাঁর সঙ্গীদের।

কুলুট গ্রামের তৃণমূল নেতা খোকন শেখের পুরানো বিবাদ ছিল নূরের। অনেকদিন আগে নূরের বাইকের ধাক্কায় খোকনের বাইকের টুলবক্স ভেঙে যায়। তবে মেলেনি ক্ষতিপূরণ। সেই রাগ থেকেই খোকন হামলা চালিয়েছে বলে অভিযোগ।।

হামলায় গুরুতর জখম হন প্রত্যেকেই। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে নূরের অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় নূরের। ক্ষতিপূরণের টাকা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলেরই দুই গোষ্ঠীর বিবাদে এই খুন বলেও একদল অভিযোগ করেছে।

আরও খবর:‘খেলা দেখতে যাব’ বলে বেরিয়ে দুই যুবক খুন নদিয়ায়

ভিড়ের চাপ, বিশৃঙ্খলা শাহের জোড়া সভায়​

সমঝোতা ভুলে যান, সরাসরি সঙ্ঘাত তৃণমূলের সঙ্গেই, দলকে স্পষ্ট বার্তা অমিত শাহের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE