Advertisement
২২ মে ২০২৪
TMC

বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় সংঘর্ষ, ইসলামপুরে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত তৃণমূলকর্মী

ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পঞ্চায়েত অফিসের মধ্যেই শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে মারা গিয়েছেন এক তৃণমূল কর্মী।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৭:২০
Share: Save:

সু্প্রিম কোর্টের রায়ে স্বস্তি এলেও রাজ্যের বিভিন্ন প্রান্তের হিংসা অস্বস্তিতে রেখেছে শাসক দলকে। উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম, প্রায় সব জায়গাতেই ঝামেলা শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করেই।

শনিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পঞ্চায়েত অফিসের মধ্যেই শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে মারা গিয়েছেন এক তৃণমূল কর্মী। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তির জেরে বোর্ড নির্বাচন স্থগিত করে দিয়েছে প্রশাসন। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য।

বোর্ড নির্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার ভীমপুরও। তৃণমূল ও বিজেপি সমর্থকেরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। বোমাবাজি, গুলিতে আহত হয়েছেন বেশ কয়েক জন। পুলিশের চারটি গাড়িতে ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: বোর্ড গঠন রুখতে সিপিএম মহিলা সদস্যকে বিবস্ত্র করে মারের অভিযোগ

আরও পড়ুন: ‘আঙুলে আঙুলে’ রাজনীতির ঝড়, হাওয়া নিজেদের পালে টানতে ধুন্ধুমার আইটি-যুদ্ধে গেরুয়া-সবুজ

শনিবার বোর্ড নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমও। নানুরে ব্যাপক বোমাবাজির পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Panchayat Clash Islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE