Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State News

আমরা সার্থক: শাহ আসার আগের রাতে শোভন-ব্যানার গোটা বেহালায়, জোর জল্পনা

রবিবার, যে দিন অমিত শাহ কলকাতা সফরের ঠিক আগের রাতেই শোভনের খাস তালুক বেহালা জুড়ে ছড়িয়ে পড়েছে এই ব্যানারগুলো।

শনিবার রাত থেকে এই ব্যানারগুলো দেখা গিয়েছে বেহালায়। —নিজস্ব চিত্র।

শনিবার রাত থেকে এই ব্যানারগুলো দেখা গিয়েছে বেহালায়। —নিজস্ব চিত্র।

ঈশানদেব চট্টোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১০:৪৬
Share: Save:

অমিত শাহ শহরে পা রাখার আগের রাতেই আবার ব্যানার শোভন চট্টোপাধ্যায়ের নামে। দক্ষিণ কলকাতার পরে এ বার ব্যানার পড়ল গোটা বেহালা জুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহকে স্বাগত জানাতে শনিবার রাত থেকে ব্যানার, পোস্টার, হোর্ডিং দিয়ে গোটা কলকাতা ভরিয়ে দিয়েছে বিজেপি। ঠিক সেই সময়েই অমিত শাহের দলের প্রতীক এবং শোভনের ছবি সম্বলিত ব্যানারে ভরিয়ে দেওয়া হয়েছে শোভনের খাসতালুক। তাৎপর্যপূর্ণ ভাবে এ বার ব্যানারগুলোয় লেখা হয়েছে, ‘‘শোভনদা তোমাকে পেয়ে আমরা সার্থক।’’

শনিবার রাত থেকেই গোটা বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র ছেয়ে গিয়েছে শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নামে অজস্র ব্যানারে। আগের বারের মতো এ বারও তাতে রয়েছে শোভনের ছবি এবং বিজেপির প্রতীক। তা়ৎপর্যপূর্ণ ভাবে রবিবার, যে দিন অমিত শাহ কলকাতায় আসছেন, তার ঠিক আগের রাতেই শোভনের খাস তালুক বেহালা জুড়ে ছড়িয়ে পড়েছে এই ব্যানারগুলো। তারাতলা থেকে বেহালা থানা পর্যন্ত গোটা রাস্তায় এবং জেমস লং সরণি জুড়ে ওই নতুন ব্যানার লাগানো রয়েছে। শোভন নিজে যে কেন্দ্রের বিধায়ক, সেই বেহালা পূর্ব এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র, বেহালা পশ্চিম— এই দুই এলাকাতেই ওই ব্যানার চোখে পড়েছে। ব্যক্তিগত কাজে শোভন যখন কলকাতার বাইরে, সে সময় ফের কারা তাঁর নামে এই ব্যানার ছড়িয়ে দিল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।

গত মাসে শোভনের ছবি এবং বিজেপির প্রতীক সম্বলিক শ’দেড়েক ব্যানারে রাতারাতি ছেয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। এ বার ব্যানারের সংখ্যা বেড়েছে । বেহালা জু়ড়ে আড়াইশোর মতো ব্যানার পড়েছে। আগের বার কোনও ব্যানার জুড়ে বার্তা দেওয়া ছিল, ‘‘কলকাতার বেহাল দশাকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে আপনি এগিয়ে আসুন শোভনদা।’’ আবার কোনও ব্যানারে লেখা ছিল, ‘‘অসম্পূর্ণ কলকাতার পৌরসভাকে পুনরায় স্বমহিমায় আনতে ফিরে আসুন শোভনদা।’’ এ বার ব্যানারে লেখা হয়েছে, ‘‘পৌর উন্নয়নের পথ প্রদর্শক শোভনদা তোমাকে পেয়ে আমরা সার্থক।’’

আরও পড়ুন: সিএএ ‘বোঝাতে’ শহিদ মিনারে আজ শাহের সভা

গত বার টালিগঞ্জ থেকে এক্সাইড মোড়, গড়িয়াহাট থেকে গোলপার্ক হয়ে সাদার্ন অ্যাভিনিউ পর্যন্ত রাস্তায়— মূলত দক্ষিণ কলকাতা ব্যানার পড়েছিল। এ বার তা দেখা গিয়েছে বেহালায়, যা শোভনের খাস তালুক বলেই পরিচিত।

শনিবার গভীর রাতে এই ব্যানারগুলো লাগানো হয়েছে বলে খবর। অর্থাৎ অমিত শাহ যে দিন কলকাতায় পা রাখছেন, ঠিক সেই দিন সকাল থেকে বেহালাবাসীর চোখে পড়তে শুরু করেছে এলাকার বিধায়কের নামে ছাপানো এই ব্যানারগুলো।

আরও পড়ুন: আক্রমের চিকিৎসা-খরচ তোলার চেষ্টায় শোভনরা

এর আগের বার কারা ওই ব্যানার লাগিয়েছিলেন, তার কোনও স্পষ্ট উত্তর মেলেনি। শোভন-শিবির বলেছিল, তারা জানেন না, কারা ওই ব্যানারগুলো লাগিয়েছেন। অন্য দিকে, বিজেপি নেতৃত্বও বলেছিলেন, তাঁরাও এ বিষয়ে কিছু জানেন না। যদিও সে সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, দক্ষিণ কলকাতার বিজেপিকর্মীরাও ওই ব্যানার লাগাতে পারেন। তবে গত বারের মতো এ বারও ব্যানার কারা লাগিয়েছেন, তা জানা যায়নি।

এ বিষয়ে কলকাতার বাইরে থাকায় বৈশাখী বা শোভন— কারও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি নেতৃত্বও জানাচ্ছেন, দলের নির্দেশে এই ব্যানার লাগানো হয়নি। তবে আগের বারের মতো এ বারও এই ব্যানার নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া দেননি বিজেপি নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE