Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Soumitra Khan

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তৃণমূল সাংসদ, আপ্তসহায়ককে ‘অপহরণ’-এর অভিযোগ এসডিপিও-র বিরুদ্ধে

তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হতে পারে বলেও অভিযোগ করেছেন সৌমিত্রবাবু। মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এসডিপিও পদ থেকে সুকোমল দাসকে বরখাস্ত করার দাবিও করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌমিত্র খান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌমিত্র খান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ২১:৫২
Share: Save:

জল্পনা ছিল, বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ অন্য দিকে ঝুঁকছেন। জল্পনা ছিল সৌমিত্র খানকে ভাঙিয়ে বড় চমক দিতে পারে বিজেপি। সাংসদ নিজে অবশ্য বিজেপিতে যোগদানের ইঙ্গিত প্রকাশ্যে এক বারও দেননি। কিন্তু জল্পনার আগুনে ঘি ঢালল বিষ্ণুপুরের এসডিপিও-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খানের তোপ। তাঁর আপ্ত-সহায়ককে তুলে নিয়ে গিয়েছেন এসডিপিও সুকোমল দাস, মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এমনই গুরুতর অভিযোগ তুলেছেন সাংসদ। তাৎপর্যপূর্ণ ভাবে এই এসডিপিও-র বিরুদ্ধেই সক্রিয় ভাবে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছে বিজেপি।

মঙ্গলবার নয়াদিল্লি থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার এসডিপিও-র বিরুদ্ধে তোপ দাগেন সৌমিত্র খান। তাঁর অভিযোগ, এসডিপিও সুকোমল দাস অপহরণ করেছেন তাঁর আপ্ত-সহায়ক গোপীকে। শুধু তাই নয়, সুকোমলবাবু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই এই ধরনের কাজ করছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনেছেন সৌমিত্র খান। তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা না নেওয়া হলে, বুধবার রাজ্যে ফিরে থানা ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণপুরের সাংসদ। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হতে পারে বলেও অভিযোগ করেছেন সৌমিত্রবাবু। মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এসডিপিও পদ থেকে সুকোমল দাসকে বরখাস্ত করার দাবিও করেছেন তিনি। পাশাপাশি, বাঁকুড়ার পুলিশ সুপারের কাছেও পুরো বিষয়টি নিয়ে কৈফিয়ত দাবি করেছেন।

নয়াদিল্লি থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সৌমিত্র খানের এই তোপ দাগার ঘটনা তাৎপর্যপূর্ণ। কারণ এই এসডিপিও-র বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ বিভিন্ন সময় সামনে এনেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু বারংবার বলেছেন, ‘‘ বিষ্ণপুরে কোনও নেতা নয়, এসডিপিও সুকোমল দাসই তৃণমূলের সমস্ত কাজকর্ম পরিচালনা করেন।’’

এসডিপিওকে তৃণমূল সাংসদের হুঁশিয়ারি! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: বিজেপির কুম্ভ কৌশল! মতুয়া মহাসঙ্ঘকে প্রয়াগে আমন্ত্রণ আদিত্যনাথের

কিছু দিন আগেই সৌমিত্র খানের সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট ঘিরে জল্পনা দেখা দিয়েছিল বিভিন্ন মহলে। যার সারমর্ম ছিল এই, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তৈলমর্দনই একমাত্র রাস্তা হয়ে দাঁড়িয়েছে। দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কানাঘুষো দেখা দিয়েছিল তখনই। সেই জল্পনাই আরও বেশি দানা বাঁধল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁর এই প্রকাশ্য হুঁশিয়ারিতে।

আরও পড়ুন: ৬৫-তে অবসর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE