Advertisement
E-Paper

হতে পারে বড়সড় সাইবার হামলা! মাইক্রোসফ্‌টের একাধিক পণ্য ব্যবহারে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সংস্থা

মাইক্রোসফ্‌টের নিরাপত্তাজনিত দুর্বলতাগুলি কেবল একটি বা দু’টি পণ্য বা পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নেই। মাইক্রোসফ্‌টের এমন পণ্যের একটি তালিকা শেয়ার করেছে কেন্দ্রীয় সংস্থা যার দুর্বলতাগুলিকে আক্রমণ করার জন্য কাজে লাগাতে পারে হ্যাকারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৬:১৭
high-risk cyber security warning for Microsoft users

ছবি: সংগৃহীত।

মাইক্রোসফ্‌টের একাধিক পণ্য ব্যবহারে রয়েছে ঝুঁকি। সম্ভাব্য সাইবার হামলা নিয়ে মাইক্রোসফ্‌ট গ্রাহকদের সতর্ক করল ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি। কেন্দ্রীয় সংস্থাটির দাবি, মাইক্রোসফ্‌টের অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফ্‌ট অফিস, মাইক্রোসফ্‌ট ডায়নামিক্স, ব্রাউজ়ার, ডেভেলপার টুলস, এসকিউএল সার্ভার, সার্ভার সফটঅয়্যার, অ্যাজুরে, অ্যাপস এবং এমনকি এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটের মধ্যে নিরাপত্তার ফাঁক-ফোকর খুঁজে পাওয়া গিয়েছে। সেই ফাঁক দিয়েই হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীরা এই ত্রুটি সময়মতো সংশোধন না করলে অনায়ায়েই গ্রাহকের ব্যক্তিগত ও গোপন তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকারেরা। এমনকি সাইবার হামলার ফলে বিকল হয়ে যেতে পারে সিস্টেম। কম্পিউটারের দখল নিতে পারে সাইবার জালিয়াতেরা।

মাইক্রোসফ্‌টের নিরাপত্তাজনিত দুর্বলতাগুলি কেবল একটি বা দু’টি পণ্য বা পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়। মাইক্রোসফ্‌টের এমন পণ্যের একটি তালিকা শেয়ার করা হয়েছে যার দুর্বলতাগুলিকে হ্যাকারেরা আক্রমণ করার জন্য কাজে লাগাতে পারে। এর মধ্যে উইন্ডোজ় ১০ এবং উইন্ডোজ় ১১ এর সমস্ত সংস্করণ অন্তর্ভুক্ত রয়েছে। ওয়ার্ড, এক্সেল এবং আউটলুক ইত্যাদির মতো মাইক্রোসফ্‌ট অফিস স্যুটকেও এই তালিকা মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এগুলি ছাড়া, মাইক্রোসফ্‌ট এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফ্‌ট এজ ব্রাউজ়ার, মাইক্রোসফ্‌ট ডিফেন্ডার, মাইক্রোসফ্‌ট টিমস, অ্যাজুরেও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আর সেই কারণেই মাইক্রোসফ্‌টের প্রতিটি পণ্যের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সমস্ত পণ্যের আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে সিইআরটি।

Windows Users Cyber War Microsoft Edge office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy