অতিমারির কারণে দীর্ঘ দু’বছর ইচ্ছা থাকলেও অনেকেই বেড়াতে যেতে পারেননি। গেলেও দীঘা কিংবা মন্দারমণি। শহরের অনতিদূরে সপরিবারে বেড়িয়ে এসেই মন ভাল রাখতে হয়েছে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি অনেকটা পেরিয়ে আসা গিয়েছে। পৃথিবী এখনও করোনামুক্ত নয়। তবে করোনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সবাইকে, তার তুলনায় এখন কিছুটা হলেও স্থিতিশীল কোভিড আবহ। অনেকেই তাই পুজোর আগেই বেড়িয়ে আসতে চাইছেন। এই সময় ট্রেনের টিকিটে চাপ থাকে। সহজে পাওয়া যায় না। ফলে টিকিট না পেয়ে অনেকে গাড়িই নিয়েই বেরিয়ে পড়ার পরিকল্পনা করছেন। গাড়ি করে যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে। অনেকেই সেই অনুভূতিটা পেতে চান। তবে রাস্তায় বেরিয়ে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য গাড়িতে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।