মহিলার মৃত্যুর দু’মাস পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ লক্ষ কোটি টাকা! অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। মৃত্যুর দু’মাস পর মৃত মহিলার অ্যাকাউন্টে ওই টাকা কী ভাবে ঢুকল এবং কে তা পাঠাল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র হইচইও পড়েছে বিস্তর।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেটার নয়ডার দানকৌরের বাসিন্দা দীপু নামে ১৯ বছর বয়সি এক তরুণ রবিবার রাতে দেখেন তাঁর মৃত মায়ের অ্যাকাউন্টে ১০,০১,৩৫,৬০,০০,০০,০০,০০,০০,০১,০০,২৩,৫৬,০০,০০,০০,০০,২৯৯ টাকা ঢুকেছে। টাকার পরিমাণ দেখে হতবাক হয়ে যান তিনি। বন্ধুদের ফোন করা শুরু করেন। এমনকি ঠিক কত টাকা তাঁর মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকেছে তা-ও হিসাব করে জানাতে বলেন। দেখা যায় মোট ১.১৩ লক্ষ কোটি টাকা ঢুকেছে গায়েত্রী দেবী নামে ওই মৃত মহিলার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ঘুম উড়ে যায় দীপুর।
আরও পড়ুন:
টাকা ঢোকার বিষয়টি নিশ্চিত করতে সোমবার সকালে দীপু ব্যাঙ্কে গেলে কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয়, অস্বাভাবিক বড় লেনদেনের কারণে অ্যাকাউন্টটি তাৎক্ষণিক ভাবে ফ্রিজ় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আয়কর বিভাগকেও খবর দেওয়া হয়েছে। ব্যাঙ্কের ক্রুটির কারণে মৃতার অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে, না এর নেপথ্যে অর্থ পাচারের কোনও চক্র কাজ করছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে আয়কর বিভাগ। জানা গিয়েছে, লেনদেন সংক্রান্ত বিস্তারিত তদন্তের পরেই তহবিলের সঠিক উৎস জানা যাবে।
আরও পড়ুন:
অন্য দিকে, অ্যাকাউন্টে ১.১৩ লক্ষ কোটি টাকা ঢোকার খবর ছড়িয়ে পড়তেই দীপুর কাছে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের অবিরাম ফোন আসতে শুরু করে। বিরক্ত হয়ে তিনি ফোন বন্ধ রেখেছেন বলে জানা গিয়েছে।