এক মহিলার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিন জন পুরুষ। তাঁদের মধ্যে এক জন বেশ স্বাস্থ্যবান, দ্বিতীয় পুরুষ তুলনামূলক ভাবে শীর্ণকায়। তৃতীয় পুরুষের মাথায় চুলের লেশমাত্র নেই। তাঁর দিকেই ইঙ্গিত করছেন ওই মহিলা। এই ধরনের এক চিত্র ফুটে উঠেছে গর্ভনিরোধকের গায়ে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কন্ডোমটি প্রায় ২০০ বছরের পুরনো। তা দেখতেই জাদুঘরে ভিড় উপচে পড়ছে আট থেকে আশিদের।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি জাদুঘরে এই কন্ডোমটি প্রদর্শিত হয়েছে। জাদুঘরের সংগ্রাহক জয়েস জ়েলেন জানিয়েছেন, ২০ সেন্টিমিটার দীর্ঘ এই কন্ডোমটি ভেড়ার অ্যাপেন্ডিক্স দিয়ে তৈরি হয়েছে। আনুমানিক ১৮৩০ সালে ফ্রান্সের কোনও যৌনপল্লি থেকে তা পাওয়া গিয়েছিল। জয়েস আরও জানান, তিনি অতিবেগনি রশ্মি দিয়ে কন্ডোমটি পরীক্ষা করে দেখেছেন। এটি যে অব্যবহৃত তা নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুন:
এই কন্ডোম আধুনিক ল্যাটেক্স কন্ডোমের মতো দেখতে নয়। প্রায় ২০০ বছরের পুরনো এই গর্ভনিরোধকটি তৈরি হয়েছে ভেড়ার অ্যাপেন্ডিক্স দিয়ে। দাম বেশি হওয়ার কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তেরা সাধারণত এই কন্ডোম ব্যবহার করতে পারতেন না। মূলত সমাজের উচ্চবিত্তেরাই এই নিরোধ ব্যবহারের সুযোগ পেতেন। সেই সময় লিনেন, পশুদের চামড়া এমনকি কচ্ছপের খোলস ব্যবহার করে কন্ডোম তৈরি করা হত। তবে, যৌনবাহিত রোগ (এসটিডি) থেকে রক্ষা করতে বা গর্ভাবস্থা রোধ করার ক্ষেত্রে খুব বেশি ফলপ্রসূ হত না।