Advertisement
E-Paper

বাইরে ঝাঁ-চকচকে, ভিতরে ‘নরক’! কেন মাথাব্যথার কারণ পাঁচ কোটির প্রাসাদোপম বাড়ি? হইচই নেটমাধ্যমে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিপেনহ্যামে ৪.৭ কোটি টাকা মূল্যের ওই বাড়িটি বাইরে থেকে দেখলে মন ভাল হয়ে যায় অনেকেরই। বড় বড় জানালা, সুসজ্জিত বাগান এবং উন্নত নকশার সাহায্যে সজ্জিত বাড়িটি অনেকের কাছেই স্বপ্নের মতো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৮:৩১
4.7-Crore House from Britain with stunning view outside hides a secret

ছবি: সংগৃহীত।

ভাল জায়গায় ঝাঁ-চকচকে বাড়িতে থাকার স্বপ্ন দেখেননি, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সেই স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে গেলে! প্রাসাদোপম বাড়ি মাথাব্যথার কারণ হয়ে উঠলে! সে রকমই একটি ঘটনার কথা সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ব্রিটেনের চিপেনহ্যামের প্রায় পাঁচ কোটির একটি বাড়ি নিয়ে ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন সেই বাড়ির মালিকেরা। কারণ, বাড়িটির বাইরেটা যতটা সুন্দর ঠিক ততটাই নোংরা ভিতর থেকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিপেনহ্যামে ৪.৭ কোটি টাকা মূল্যের ওই বাড়িটি বাইরে থেকে দেখলে মন ভাল হয়ে যায় অনেকেরই। বড় বড় জানালা, সুসজ্জিত বাগান এবং উন্নত নকশার সাহায্যে সজ্জিত বাড়িটি অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে দরজা দিয়ে ঢুকলেই বাড়ির ছবি সম্পূর্ণ বদলে যায়। বাড়ির প্রতিটি কোণ আবর্জনায় ভরা। রান্নাঘর থেকে শোয়ার ঘর— ময়লার ঘন স্তর পড়ে গিয়েছে। কার্ডবোর্ডের বাক্স, পুরনো কাগজপত্র এবং আবর্জনা স্তূপীকৃত হয়ে রয়েছে যত্রতত্র। সর্বত্র অযত্নের ছাপ। দেখে মনে হবে বছরের পর বছর ধরে বাড়িটির অন্দরমহল পরিষ্কার করা হয়নি।

তবে বাড়ির মধ্যে সব থেকে নোংরা জায়গা নাকি শৌচালয়ের। সেখানে নোংরার পাশাপাশি দেওয়াল মাকড়সার জালে ভর্তি হয়ে গিয়েছে। মলত্যাগের জায়গায় পুরু হলুদ আস্তরণ পড়েছে। সেই বাড়ির ছবিই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। হইচই পড়ে গিয়েছে ছবিগুলিকে কেন্দ্র করে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাড়ির ভিতরের থেকে তো নরক বেশি পরিষ্কার হবে।’’

সেই সব ছবি দেখে নেটাগরিকের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশও করেছেন।

Bizarre Incident Bizarre Facts House Britain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy