পথ চলতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত পথচারীদের মধ্যে ধাক্কা লেগে যায়। দুঃখপ্রকাশ করে আমরা সেই পরিস্থিতিতে পাশ কাটিয়ে এগিয়ে যাই। রাস্তায় সাধারণ ধাক্কা লাগার একটি ঘটনার জল যে আদালত পর্যন্ত গড়াতে পারে তা বোধহয় কল্পনারও অতীত। তেমনই একটি লঘু ঘটনায় গুরুদণ্ড পেয়েছেন চিনের বাসিন্দা ওয়াং নামের এক তরুণী। রাস্তায় হাঁটতে গিয়ে এক প্রৌঢ়ার সঙ্গে ধাক্কা লাগার জন্য তাঁকে গুনতে হবে আট লক্ষ টাকারও বেশি জরিমানা। ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন:
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী লিউ নামের ৫৯ বছরের প্রৌঢ়া একটি আবাসনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তাঁর ফোন বেজে ওঠায় তিনি থমকে দাঁড়িয়ে পড়েন। ঘুরে পিছনের দিকে যেতেই ওয়াঙের সঙ্গে ধাক্কা খান তিনি। দু’জনের ধাক্কা লাগে এবং অভিঘাতে লিউ পড়ে যান। তাতে চোট পেয়ে লিউয়ের কোমরের হাড় ভেঙে যায়। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হন লিউ। চিকিৎসার খরচের পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ ৮৮ হাজার ইউয়ান বা ২২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
আরও পড়ুন:
সম্প্রতি সেই মামলার রায় দিয়েছে পূর্ব চিনের শানডং প্রদেশের কিংডাওয়ের আদালত। দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে বিচারক লিউকেও এই ঘটনার জন্য আংশিক দোষী সাব্যস্ত করেছেন। কারণ তিনি চলতে চলতে হঠাৎই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছিলেন। লিউ জোর দিয়ে বলেছিলেন যে, ওয়াং তাঁর আঘাতের জন্য দায়ী। ওয়াঙের যুক্তি ছিল, লিউ যদি হঠাৎ হাঁটা বন্ধ না করতেন তা হলে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়তেন না। আদালতের মধ্যস্থতার পর ওয়াং লিউকে কিস্তিতে ৭০ হাজার ইউয়ান বা ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হন।