স্বামী অন্য কোনও অপরিচিত মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন এটা বোধহয় কোনও স্ত্রীই মেনে নিতে অপারগ। সে মনুষ্য সমাজেই হোক বা মনুষ্যেতর প্রাণীকুলেই হোক। অন্য মহিলার সঙ্গে মাখামাখি করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়লে যে কী হাল হয় তা পুরুষেরা সম্যক জানেন। এক মহিলার সঙ্গে প্রেম বিনিময় ও খুনসুটি করতে গিয়ে এক পুরুষ গোরিলার যা হাল হল তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জঙ্গুলে এলাকায় এক তরুণীর চুল ধরে টেনে তার সঙ্গে খেলা করছে এক গোরিলা। দূর থেকে সেই দৃশ্য দেখে পুরুষ গোরিলাটির কাছে ছুটে যায় একটি মেয়ে গোরিলা, তার দিকে তাকাতে শুরু করে। পুরুষ গোরিলাটির চোখ সঙ্গিনীর দিকে পড়তেই সে আস্তে আস্তে তরুণীর চুল ছেড়ে দেয়। এমন ভাব করতে শুরু করে যেন সে কিছুই করেনি। গোরিলার এই দুর্দান্ত অভিনয়ের কোনও প্রভাব পড়েনি সঙ্গী গোরিলার উপর। সে কাছে আসে এবং পুরুষটির চুল ধরে তাকে মারতে শুরু করে। মাটিতে ফেলে লাথি ও ঘুষি মারতে থাকে মেয়ে গোরিলাটি। এই পুরো সময়টাই পুরুষ গোরিলা নীরবে মার খাওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। দেখে মনে হয় যেন তার চুরি ধরা পড়েছে, ফলে সে এখন লজ্জায় মুখ লুকোতে চায়।
ইনস্টাগ্রামে ‘এপিক_৬৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি নেটাগরিকেরা। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে এটি। প্রায় ১৬ লক্ষ লাইক জমা পড়েছে এতে। এক জন কৌতুকভরে লিখেছেন ‘‘স্ত্রীর রাগের সামনে দুনিয়ার সমস্ত স্বামীরা নির্বাক হয়ে যান।’’