বাইকের ট্যাঙ্কের অংশে বসে সাপের মতো জড়িয়ে রয়েছেন প্রেমিকা। তিরের বেগে বাইক ছোটাচ্ছেন তরুণ। ওই অবস্থাতেই একে অপরকে আদরে মত্ত যুগল। ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে ব্যস্ত তরুণ-তরুণী। ঘটনাটি রাজস্থানের অজমেরের। প্রাণের ঝুঁকি নিয়ে একে অপরকে আলিঙ্গন করে আদরে মত্ত ছিলেন দু’জন। এক পথচারীর তোলা ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে রাতের অন্ধকারে জাতীয় সড়ক দিয়ে বাইক ছুটিয়ে চলেছেন তরুণ। যুবকের বাইকের একদম সামনের অংশে বসে রয়েছেন এক তরুণী। দু’জনেই মুখোমুখি বসে। তরুণী ওই যুবকের গলা জড়িয়ে আলিঙ্গন করছেন। তাঁর পা দু’টি যুবকের কোমর পেঁচিয়ে রয়েছে। রোম্যান্সে দু’জনে এতটাই মত্ত হয়ে গিয়েছেন যে, তাঁদের আর কোনও দিকে খেয়াল করার মতো হুঁশ নেই। পাশ দিয়ে হু হু করে ছুটে চলেছে একের পর এক গাড়ি। বাইকচালকের মাথায় হেলমেট থাকলেও তরুণীর মাথায় তা ছিল না।
আরও পড়ুন:
জনসমক্ষে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হচ্ছে দেখে তরুণী বার বার মুখ লুকোনোর চেষ্টা করেছিলেন। ভিডিয়োটি ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে জুড়ে। ভিডিয়োটি ভাইরাল হতেই অজমের পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। বাইকচালক ও তাঁর প্রেমিকার সন্ধান চালাচ্ছে পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। প্রচুর মন্তব্য জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ঘনিষ্ঠ হওয়ার জন্য কি সড়ককেই বেছে নিতে হল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘লজ্জা-শরমের কোনও কিছুই অবশিষ্ট নেই দু’জনেরই।’’