হাতে পেঁচিয়ে ধরা জীবন্ত সাপ। টাকা না দিলে গায়ে ছেড়ে দেওয়ার হুমকি! চলন্ত ট্রেনের কামরায় ঘুরে ঘুরে এ ভাবেই চলছে টাকা আদায়। যাত্রীদের ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য চলন্ত ট্রেনে সাপ নিয়ে ওঠার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মুঙ্গাওলি এবং বীনা জংশনের মধ্যে। সাপের ভয় দেখিয়ে টাকা নেওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অহমদাবাদ-সবরমতী এক্সপ্রেসের সাধারণ কামরায় ওই ব্যক্তি সাপ হাতে উঠে পড়েন। এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকটি সাপটিকে হাতে ঝুলিয়ে বগিতে প্রবেশ করেন এবং যাত্রীদের ভয় দেখান। ভীত যাত্রীরা টাকা দিতে বাধ্য হন। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বাঙ্কে উঠে পড়তে শুরু করেন, শৌচাগারে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন দু’-এক জন।
টাকা আদায় করে সাপটিকে নিয়ে পরবর্তী স্টেশনে নেমে যান ওই ব্যক্তি। তার আগে পর্যন্ত বেশ কয়েক মিনিট ধরে গোটা কামরায় সাপের আতঙ্কে তটস্থ ছিলেন যাত্রীরা। ‘ডিরঘু৮৮৮৮’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা বহু মানুষ দেখেছেন। রেলের কামরায় সাপ হাতে ঘুরে বেড়াতে দেখে বহু নেটাগরিকই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। গণপরিবহণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা কী ভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।