পণ্যবাহী ট্রাককে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল এসইউভি। ধাক্কা লাগতেই পাঁচ বার পাল্টি খেল বোলেরো গাড়িটি। প্রবল সংঘর্ষে যাত্রিবাহী গাড়ির বেহাল দশা হয়ে যায়। শনিবার সকালে গোরক্ষপুর-বারাণসীর মাঝগাওয়া উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বারাণসীর দিক থেকে প্রবল গতিতে ছুটে আসা বোলেরোটি ধাক্কা মারে পণ্যবাহী ট্রাকটিতে। সেই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভয়াবহ দুর্ঘটনাটি দেখে শিউরে উঠেছেন দর্শকেরা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে বারাণসী থেকে আসা একটি দ্রুতগামী বোলেরো এসইউভি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুখোমুখি ছুটে আসা একটি ছোট ট্রাকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বোলেরোটি বাতাসে উড়ে যায়। সেটি দ্রুত গতিতে পাঁচ থেকে ছ’বার উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর চালক গাড়ি থেকে নেমে আসেন। কোনও দিকে না তাকিয়েই বা যাত্রীদের খোঁজ না নিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেন। পণ্যবাহী গাড়িটি থেকে জিনিসপত্র চতুর্দিকে ছিটকে পড়ে। বোলেরোটি পাঁচ বার উল্টেও সোজা হয়ে যায়। বোলেরো চালকের আকস্মিক নিখোঁজ হওয়া তদন্তকারীদের কাছে এক রহস্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বোলেরোর পালানোর ঘটনাটিকে অতি দ্রুত বলে বর্ণনা করেছেন। কেউ কিছু বোঝার আগেই চালক নিখোঁজ হয়ে যান।
📍Gorakhpur UP | CCTV –
— Deadly Kalesh (@Deadlykalesh) November 23, 2025
A Bolero NEO slammed into the rear of an overloaded Tata Ace.
Driver appears either drowsy or distracted at the moment of impact. pic.twitter.com/GGdQjUfdxd
দুর্ঘটনার খবর পেয়ে মাঝগাওয়া উড়ালপুলের ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুটি গাড়িই তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত ভয়াবহ দুর্ঘটনা থেকে যে যাত্রীরা বেঁচে ফিরেছেন তা অলৌকিক। পুলিশ জানিয়েছে, যে অভিযুক্ত চালককে শনাক্ত করতে এবং তাকে গ্রেফতার করার জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার কাজ চলছে।