Advertisement
E-Paper

গ্রাহকদের অপেক্ষা করিয়ে ফোনে দুষ্টু ভিডিয়োয় চোখ সরকারি কর্মীর! ভিডিয়ো ছড়াতেই ব্যবস্থা নিলেন কর্তৃপক্ষ

কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনে অশ্লীল ভিডিয়ো দেখার অভিযোগ উঠল ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১১:১৫
postal employee watching controversial content while on duty

ছবি: সংগৃহীত।

সরকারি অফিসে বসে কর্তব্যরত অবস্থায় প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো দেখার অভিযোগ উঠল সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ডাক বিভাগের এক কর্মচারীকে কর্তব্যরত অবস্থায় তার মোবাইল ফোনে অশ্লীল ভিডিয়ো দেখার সময় ধরা পড়ার অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকার ডাক বিভাগের কর্মীকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কর্মচারী তাঁর কম্পিউটারের সামনে চেয়ারে নিশ্চিন্তে বসে অশ্লীল ভিডিয়োটি দেখছেন। ডেস্কে অলস ভাবে বসে খোলাখুলি এই ভাবে পর্ন দেখার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে ডাক বিভাগের গ্রাহকদের মধ্যে। কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মচারীদের এ-হেন আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে তাল্লারেভু পোস্ট অফিসে বেশ কয়েক জন গ্রাহক জড়ো হয়েছিলেন। কর্মীরা বার বার কম্পিউটার সিস্টেমের প্রযুক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পরিষেবা বিলম্ব হবে বলে জানিয়েছিলেন। পরে জানা যায় যে, সংশ্লিষ্ট কর্মচারী বসে বসে ফোনে অশ্লীল ভিডিয়ো দেখছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রয়োজনীয় ডাক পরিষেবা পাওয়ার জন্য তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় বলে দাবি করেছেন তাঁরা।

ভিডিয়োটি সমাজমাধ্যমে অন্ধ্রপ্রদেশের স্থানীয় একটি সংবাদমাধ্যম ‘বিগটিভিতেলুগু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ঘটনাটি সরকারি কর্মচারীদের পেশাক্ষেত্রে আচরণ এবং পেশাদারিত্ব নিয়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। জনরোষের আভাস পেতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছেন। ডাক বিভাগ সূত্রে খবর, কর্মীকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে।

Andhra Pradesh Postal Department India Post Post Offce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy