মাত্র ২ সেকেন্ডের নিজস্বী ভিডিয়ো। তাতেই সমাজমাধ্যমে ঝড় তুললেন তরুণী। মাথায় ব্যান্ডানা পরিহিত এক তরুণীর সৌন্দর্যে মজে নেটপাড়া। কে এই সুন্দরী তরুণী? তাঁর পরিচয় কী? এই নিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। চোখের পলক ফেলামাত্রই যে ভিডিয়ো শেষ হয়ে যায় তা ঝড় তুলেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
অনাম্নী তরুণীর ভিডিয়োটি দেখে অনেকেই মনে করছেন ভাইরাল হতে এখন আর দামি ক্যামেরা বা চিত্রনাট্যের প্রয়োজন নেই। ভাইরাল হতে হলে অনেক পরিশ্রম, নিখুঁত আলো এবং অসাধারণ এডিটিং প্রয়োজন, এই ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে এই ভিডিয়োটি। মাত্র ২ সেকেন্ডের সাধারণ এই ভিডিয়োটি সব নিয়ম ভেঙে দিয়েছে! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর তরুণীকে ‘ব্যান্ডানা গার্ল’ বলে বর্ণনা করেছেন নেটাগরিকেরা। এই ছোট্ট ভিডিয়োটি রাতারাতি সমাজমাধ্যমে আলোড়ন তুলেছে। ‘ওয়ার্ডজেনারেটর’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অটোয় বসে তরুণী খুবই সাধারণ ভাবে ভিডিয়োটি তুলেছেন। আর তাতেই ‘ম্যাজিক’। কয়েক দিন আগে পোস্ট করা ভিডিয়োটি সাড়ে পাঁচ কোটি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৭৮ হাজারের বেশি মানুষ তাতে লাইক দিয়েছেন।
ভিডিয়োটি দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, ছোট ও অসম্পাদিত ভিডিয়োটির মধ্যে কী ছিল যা এটিকে ভাইরাল করে দিয়েছে! অনেক বিষয়স্রষ্টা ঘণ্টার পর ঘণ্টা কাজ করার পরেও এত পরিচিতি পান না। এক নেটগরিক লিখেছেন, ‘‘এই ভিডিয়োটি প্রমাণ করে যে সমাজমাধ্যমের অ্যালগরিদম সব সময় সব বিষয়বস্তুকে প্রচার করে না। সামান্য অথচ স্বতঃস্ফূর্ত এবং সাধারণ মুহূর্তগুলিও ভাইরাল হতে পারে।’’