বয়স তো একটা সংখ্যামাত্র। আর তা প্রমাণ করে দিলেন এক বৃদ্ধ। প্রভু দেবার একটি বিখ্যাত গানের সঙ্গে টিশার্ট ও লুঙ্গি পরে নেচে মাত করে দিলেন এক বৃদ্ধ। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে ওই বৃদ্ধকে। সেই নাচের ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমের নজর কেড়়েছে এই মজার ভিডিয়োটি। বৃদ্ধের নাচ দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদেরও। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োটি ‘মেহজা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কয়েক জন তরুণ-তরুণী মঞ্চে গানের তালে নাচছিলেন। বিশেষ একটি গান শুরু হতেই মঞ্চে হাজির হন বৃদ্ধ। কোমরে দু’ভাঁজ করা লুঙ্গি, সঙ্গে কালো টিশার্ট। নিজস্ব নাচের ভঙ্গিমায় মঞ্চ মাতিয়ে রাখেন তিনি। আশপাশে অনেকে নাচলেও তাঁর দিকেই ক্যামেরা তাক করা ছিল, এতটাই স্বতঃস্ফূর্ত ছিল তাঁর নাচ। বাকিদের নাচ ফিকে হয়ে গিয়েছিল বৃদ্ধের নাচের কাছে, এমনটাই মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ৩ কোটি ২০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ১২ লক্ষেরও বেশি মানুষ ভালবাসা প্রকাশ করেছেন ভিডিয়োয়। এক জন ব্যবহারকারী লিখেছেন ‘‘বয়স শুধুমাত্র একটা সংখ্যা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জীবন কী ভাবে উপভোগ করতে হয় এঁর থেকে শেখা উচিত।’’