Advertisement
E-Paper

পর্দার চরিত্রদের ‘প্রাণসঞ্চার’ করলেন তরুণ, হাসিমুখে কথাও বলল বিজ্ঞাপনের জনপ্রিয় মুখেরা! রইল মজাদার ভিডিয়ো

ভিডিয়োটিতে ‘আমুল গার্ল’, এয়ার ইন্ডিয়ার ‘মহারাজা’, ভারতীয় রেলের ‘ভোলু’, এশিয়ান পেন্টসের ‘গাট্টু’, ‘নিরমা গার্ল’, সেভেন-আপের ‘ফিডো ডিডো’ এবং চিটোসের ‘চেস্টার চিতা’র মতো বিজ্ঞাপনের মুখগুলিকে হাজির করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৫:০৯
reimagining iconic Indian brand mascots

ছবি: সংগৃহীত।

আশি ও নব্বইয়ের দশকে টিভি খুললেই যাদের বিজ্ঞাপন নজর কাড়ত সেই সমস্ত পণ্যের প্রচারের বাস্তব রূপ কি কখনও কল্পনা করেছেন? কখনও কি ভেবে দেখেছেন বাস্তব জীবনে ‘পার্লে জি গার্ল’ ‘আমুল গার্ল’, ‘নিরমা গার্ল’ বা ‘ভোলু’কে দেখতে কেমন হবে? সেই কৌতূহলের নিরসন করেছেন এক তরুণ। তিনি পর্দার চরিত্রদের আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন মানুষের আকারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)র সাহায্যে, কল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন তিনি। সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছে নেটাগরিকদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। তবে ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শাহিদ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এআই দিয়ে জনপ্রিয় প্রচারের মুখগুলির জীবন্ত রূপ দিয়েছেন। ভিডিয়োটিতে ‘আমুল গার্ল’, এয়ার ইন্ডিয়ার ‘মহারাজা’, ভারতীয় রেলের ‘ভোলু’, এশিয়ান পেইন্টসের ‘গাট্টু’, ‘নিরমা গার্ল’, সেভেন আপের ‘ফিডো ডিডো’ এবং চিটোসের ‘চেস্টার চিতা’র মতো বিজ্ঞাপনের মুখগুলিকে হাজির করা হয়েছে। সত্যি যদি এদের অস্তিত্ব থাকত, তবে কেমন চেহারা হত, সেই চেহারার আদল তৈরির চেষ্টা করা হয়েছে ভিডিয়োয়।

ভিডিয়োয় দেখা চরিত্রদের মতো অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ভিডিয়োটিও। পোস্টের ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, ‘‘বাস্তব জীবনে বৈগ্রাহিক ব্র্যান্ডের মাসকটগুলিকে নতুন করে কল্পনা করার জন্য কৃত্রিম বুদ্ধির ব্যবহার করার কথা ভেবেছিলাম। ফলাফলগুলি বেশ চিত্তাকর্ষক, তাই না?’’ এই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে ইনস্টাগ্রামে। সাড়ে ৬ লক্ষেরও বেশি নেটাগরিক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়।

Amul Instagram AI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy