Advertisement
E-Paper

মাটি খুঁড়তেই বেরিয়ে এল বাক্সভর্তি অলঙ্কার, সোনার মূর্তি! ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন সমাজমাধ্যমে

‘ফেলেজ়ইয়াব সিকো’ নামের ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটি খুঁড়তে গিয়ে দেখা মিলেছে একটি ধাতব বাক্সের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩০
A video shows a man unearthing an old box filled with gold bracelets and statues went viral

ছবি: সংগৃহীত।

ছোট এক গর্ত, তার নীচে উঁকি দিচ্ছে চৌকো ধাতব বাক্স। দেখেই মনে হতে পারে মাটির খুঁড়ে তা বার করে আনলে মিলতে পারে যকের ধন। সেই সম্ভাবনাই সত্যি হল সেই বাক্স তুলে আনার পর। বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। সেই বাক্সে থরে থরে সাজানো মূর্তি ও হাতের অলঙ্কার। যা দেখে পুরনো আমলের বলে মনে হয়েছে। গুপ্তধন উদ্ধারের সেই ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিতর্কও উস্কে দিয়েছে সমাজমাধ্যমে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

‘ফেলেজ়ইয়াব সিকো’ নামের ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটি খুঁড়তে গিয়ে দেখা মিলেছে একটি ধাতব বাক্সের। গাঁইতি দিয়ে চাড় দিয়ে মাটির চাঙড় সরিয়ে ভারী বাক্সটি তুলে আনা হয়। বাক্সটি অনেক পুরনো ও মরচে ধরা। গায়ে তার পুরু ধুলোর আস্তরণ। সে সব সরিয়ে বাক্সের ডালা খুলতেই দেখা মিলল বেশ কয়েকটি সোনার মূর্তির মুখ ও চুড়ির । যা দেখে মনে হয়েছে সব ক'টি সোনার তৈরি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে, মানচিত্র অনুসরণ করে পাওয়া প্রাচীন গুপ্তধন।

ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি ১২ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। হাজার হাজার মানুষ ভিডিয়োটি লাইক ও শেয়ার করেছেন। এ ছাড়া পোস্টে প্রচুর মন্তব্যও জমা হয়েছে। ভিডিয়োটি দেখে বেশির ভাগ মানুষই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বহু নেটাগরিকই নকল গুপ্তধন উদ্ধার করা হয়েছে বলে মন্তব্য করেছেন। এক জন ব্যক্তি মন্তব্য করেছেন ‘‘গোটা ঘটনাটি সাজানো, এটি আসলে একটি বারুদের বাক্স।’’

Treasure Box gold Ornaments Statue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy