প্রকাশ্যে ছ’বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করল দুই দুষ্কৃতী। বাবার স্কুটারের সামনে থাকা শিশুটিকে টেনে নামিয়ে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। উত্তরপ্রদেশের মথুরার ভয়াবহ সেই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। দিনের বেলায় বাবার কোল থেকে সন্তান ছিনিয়ে নেওয়ার ঘটনাটি দেখে শিউরে উঠেছেন অনেকেই। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে মথুরার গোবর্ধন রোডের মহারাজা পার্ক কলোনির কাছে। শিশুটির বাবা চন্দ্রপ্রকাশ অগরওয়াল। তামার পাত্রের ব্যবসা করেন তিনি। গত ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাইকে করে আসা দু’জন লোক রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে এক জন হেলমেট পরে আছে এবং যে বাইকচালক চালাচ্ছে, সে মুখোশ দিয়ে মুখ ঢেকে রেখেছে। মুখোশধারী লোকটি বাইক থেকে নেমে রাস্তার মাঝখানে চলে যায়। চন্দ্রপ্রকাশকে আসতে দেখে স্কুটারটিকে থামায় তারা। স্কুটারটি গতি কমানোর পর মুখোশধারী ব্যক্তি ওই শিশুর দিকে এগিয়ে যায়। চন্দ্রের কন্যাকে টেনে স্কুটার থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেন চন্দ্র।
আরও পড়ুন:
মুখোশধারী ব্যক্তি চন্দ্রকে হুমকি দেয়। শিশুকে তাদের হাতে তুলে না দিলে গুলি চালানো হবে বলে চিৎকার করে এক দুষ্কৃতী। চন্দ্র তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লোকটি তাঁর বাম হাত শক্ত করে ধরে রাখে। মেয়েকে বাঁচানোর জন্য স্কুটারের গতি বাড়িয়ে দেন চন্দ্র। মুখোশধারী ব্যক্তিও স্কুটারের সঙ্গে ছুটতে থাকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, চন্দ্র সোজা তাঁর কলোনির গেটের দিকে এগিয়ে যান। পৌঁছেই তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। আশপাশের বাসিন্দারা জড়ো হয়ে যান। ধরা পড়ার ভয়ে এক দুষ্কৃতী বাইকে করে পালিয়ে যায়। মুখোশধারী দুষ্কৃতী দৌড়ে পালিয়ে যায়।
The viral video is said to be from Mathura, where an attempt was made to kidnap the girl from her father, in broad daylight.
— VARAHA WARRIOR (@VarahaWarrior) November 21, 2025
"Don't leave your children alone.
Be sure to teach them:
Don't talk to strangers.
Don't go anywhere with strangers.
Don't accept gifts/candies/toffees… pic.twitter.com/aV4o6eWwkA
সিসিটিভি ফুটেজটি ‘বরাহওয়ারিওর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। শহরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী উত্তরপ্রদেশ এবং মথুরা পুলিশকে ট্যাগ করে লিখেছেন, ‘‘দয়া করে এই অপহরণের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।’’ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মথুরা পুলিশ বিষয়টি লক্ষ করে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে শিশুটিকে অপহরণের চেষ্টা করা হয়েছিল।