নদীর তীরে ঘন ঘাসের জঙ্গলে গা ঢাকা দিয়ে বসেছিল জঙ্গলের এক ক্ষিপ্র শিকারি। শাবককে নিয়ে জলের ধারে ঘোরাফেরা করছিল একটি মা ক্যাপিবারা। ঘাসের আড়াল থেকে ঠিক সময়ে গিনিপিগ জাতীয় এই প্রাণীটির উপরে ঝাঁপিয়ে পড়ল এক বিশাল জাগুয়ার। মুহূর্তের মধ্যে টুঁটি ধরে জলের মধ্যে নিয়ে ফেলল শিকারকে। ব্রাজিলের প্যান্টানাল জলাভূমিতে শিকারের রোমহর্ষক একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাগুয়ারটি সন্তানসমেত ক্যাপিবারাটিকে শিকার করার জন্য লম্বা লম্বা ঘাসের আড়ালে দেহটি লুকিয়ে রাখে। ক্যাপিবারা সাধারণত রোদের তাপ থেকে নিজেদের বাঁচানোর জন্য জলের ধার ঘেঁষে থাকতে ভালবাসে। সন্তানকে নিয়ে জলাভূমির আশপাশে ঘোরাফেরা করছিল মা ক্যাপিবারাটি। কয়েক সেকেন্ডের মধ্যেই, শিকারকে লক্ষ্য করে নির্ভুল ভাবে লাফ দিয়ে ঘাড়ে এসে পড়ে জাগুয়ারটি। ক্যাপিবারা জলে পৌঁছোনোর আগেই তাকে আটকে দেয় হিংস্র শিকারিটি। ছোট্ট কুকুরের মতো দেখতে প্রাণীটি বেঁচে থাকার জন্য মরিয়া দৌড় দেয় কাদাভরা অংশে। অগভীর জলে বেধে যায় হুটোপাটি। ভয় পেয়ে জলের মধ্যে লুকিয়ে পড়ে ক্যাপিবারা শাবকটি।
আরও পড়ুন:
পূর্ণবয়স্ক শিকারকে কব্জা করে নেয় জাগুয়ারটি। ঠিক তার পর মুহূর্তেই জলে সাঁতার কেটে ফিরে আসতে দেখা যায় ক্যাপিবারার বাচ্চাটিকে। প্রকৃতির নিষ্ঠুর নিয়মে খাদকের খাদ্যে পরিণত হওয়া মাকে খুঁজতে শুরু করে শাবকটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ‘অ্যামেজ়িংনেচার১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। তিন হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োর শেষ অংশটি দেখে দুঃখপ্রকাশ করেছেন অনেক নেটাগরিকই। এক জন লিখেছেন, ‘‘জঙ্গলের রাজত্বে খাদ্যশৃঙ্খলের কারণে মাতৃহারা হল সন্তান।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘শাবকটি বুঝতেই পারছে না তার মা চিরদিনের জন্য হারিয়ে গেল।’’