Advertisement
E-Paper

‘শুয়োর এবং পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ’! পহেলগাঁও কাণ্ডের পর পোস্টার ঝোলাল দোকান, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ইনদওরের একটি দোকানের বাইরে একটি থামে পোস্টার লাগাচ্ছেন দোকানটির মালিক এবং কর্মীরা। সেই পোস্টারে লেখা, ‘ছাপ্পান দুকানে’ শুয়োর এবং পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৩
After Pahalgam incident Indore eatery put Poster outside shop that says pig and Pakistanis are not allowed

ছবি: এক্স থেকে নেওয়া।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের। পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করল ইনদওরের কয়েকটি জনপ্রিয় খাবারের দোকান। একটি দোকানের বাইরে সেই সংক্রান্ত একটি পোস্টারও লাগানো হয়েছে। ওই দোকানগুলি রয়েছে ইনদওরের ‘ছপ্পন দুকান’ নামে একটি রাস্তায়। ওই রাস্তার দায়িত্বে থাকা পরিচালন মণ্ডলীর তরফে পোস্টারটি লাগানো হয়েছে। পোস্টারে লেখা, ‘‘ছপ্পন দুকানে শুয়োর এবং পাকিস্তানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ।’’ সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইনদওরের একটি দোকানের বাইরে একটি থামে পোস্টার লাগাচ্ছেন দোকানটির মালিক এবং কর্মীরা। সেই পোস্টারে লেখা, ‘ছপ্পন দুকানে’ শুয়োর এবং পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ। পোস্টারের উপরে পাক সেনার পোশাক পরা এক জনের ছবি রয়েছে। তবে সেই ছবির মুখের বদলে বসানো হয়েছে শুয়োরের মুখের ছবি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, পোস্টারটিকে কেন্দ্র করে যথেষ্ট হইচই পড়েছে। ইনদওরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টারের সঙ্গে ছবি তোলার জন্যও ভিড় জমাচ্ছেন অনেকে।

পোস্টারের নেপথ্যের উদ্দেশ্য ব্যাখ্যা করে ‘ছপ্পন দুকান’ অ্যাসোসিয়েশনের সভাপতি গুঞ্জন শর্মা জানিয়েছেন যে, ভারতীয়দের লক্ষ্যবস্তু বানিয়েছে পাকিস্তান। তাই ন্যায়বিচার চাইতে এই পন্থা অবলম্বন করেছেন তাঁরা। শর্মার কথায়, ‘‘আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে কঠোর পদক্ষেপের আশা করছি।’’

ওই পোস্টারের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ওই দোকানগুলির মালিকদের সিদ্ধান্তের জন্য তাঁদের সাধুবাদও জানিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Pahalgam Terror Attack Pahalgam Incident Indore Pakistani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy