‘বান্টি অউর বাবলি’ সিনেমার বিখ্যাত গান ‘কজরা রে’। বলিউডের সেই হিট গানে কোমর দুলিয়েছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। সেই সুপারহিট গানের ছন্দে নেচে সমাজমাধ্যমের হৃদয় জয় করে নিলেন এক বৃদ্ধা। এক ঘরোয়া বিবাহ অনুষ্ঠানে এই গানের সঙ্গে নেচে ঝড় তুলতে দেখা গেল তাঁকে। পরনে সাধারণ বেগনি রঙের শাড়ি। ছোটখাটো চেহারা। নাতনির বিয়ের ‘মেহন্দি’র অনুষ্ঠানে নেচে আসর মাতিয়ে রাখলেন সেই বৃদ্ধা। নাচের সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছে ভিডিয়োটি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে শেয়ার করা ছোট্ট ভিডিয়ো। দেখা গিয়েছে যে বৃদ্ধা সাধারণ পোশাকে শুধুমাত্র নিজের অভিব্যক্তি ও স্বতঃস্ফূর্ততা দিয়ে মাত করে দিয়েছেন ঘরোয়া অনুষ্ঠানটি। তাঁর মুখের ভাবভঙ্গি সরল। ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসিতে সকলের মন ভরিয়ে দিয়েছেন বৃদ্ধা। গানের প্রতিটি পঙ্ক্তির কথা মুখে মুখে বলে নাচছিলেন তিনি। কমবয়সিদের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন তিনি। আর সেই নাচ দেখেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। কী করে এমন নিখুঁত ভাবে নাচছেন বৃদ্ধা? প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশও করেছেন অনেকে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ৭ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ৭১ লক্ষেরও বেশি মানুষ বৃদ্ধার নাচ দেখে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন এই ভিডিয়োয়। অনেক মজার মজার মন্তব্যও জমা হয়েছে মন্তব্য বিভাগে। এক জন লিখেছেন, ‘‘বয়স তো একটা সংখ্যা মাত্র।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৃদ্ধার প্রতিভা দেখার মতো।’’