গোপন লাইভস্ট্রিমের চ্যালেঞ্জ নিয়ে নতুন বছরের প্রথম দিনে প্রাণ হারালেন এক তরুণ। ৬ গ্রাম কোকেন সহযোগে এক বোতল হুইস্কি। মাত্র তিন ঘণ্টার মধ্যে নেশার দ্রব্যগুলি শেষ করতে হবে। সেই চ্যালেঞ্জটির ভিডিয়ো সরাসরি টাকা দিয়ে দেখবেন দর্শক। লাইভস্ট্রিম করে অর্থ রোজগার করতে গিয়ে মাদকের প্রভাবে মারাই গেলেন ৩৭ বছরের স্পেনীয় এক নেটপ্রভাবী।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি স্পেনের বার্সেলোনার। সার্জিও জিমেনেজ় রামোস নামের ওই তরুণকে তাঁর শোয়ার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি অনলাইনে ‘সানচো’ বা ‘সানচোপাঞ্জা’ নামে পরিচিত ছিলেন। স্পেনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, সার্জিও তিন ঘণ্টার মধ্যে ছ’গ্রাম কোকেন এবং এক বোতল হুইস্কি খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা দেখাতে দর্শকের জন্য তিনি একটি ব্যক্তিগত ভিডিয়ো কলের ব্যবস্থা করেছিলেন। এই দর্শকই তাঁকে মাদক কেনার এবং চ্যালেঞ্জটি দেখার জন্য টাকা দিয়েছিলেন। টাকার লোভেই তরুণ বিপজ্জনক চ্যালেঞ্জটি নিয়েছিলেন বলে অনুমান।
সার্জিও তাঁর মা টেরেসার সঙ্গে থাকতেন। ১ জানুয়ারি ভোরবেলা টেরেসা ছেলের ঘর থেকে অস্বাভাবিক স্বর শুনতে পেয়ে দরজা খোলার চেষ্টা করেন। দরজা ঠেলে ঢুকতেই তিনি দেখেন সার্জিও তাঁর বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে বসে রয়েছেন। হাতে ধরা মোবাইল ফোন। সেখানে তখনও লাইভ স্ট্রিমিং চলছে। মায়ের চিৎকার শুনে সার্জিওর ভাই ড্যানিয়েল ঘরে ঢুকে অর্ধেক ভর্তি একটি হুইস্কির বোতল, দু’টি এনার্জি ড্রিংকের বোতল ও কোকেন পড়ে থাকতে দেখেন। স্থানীয় পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। যদিও পুলিশ নেটপ্রভাবীর মৃত্যুর বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেয়নি। ১৩ ডিসেম্বর সার্জিওর ৩৭ বছর পূর্ণ হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনি প্রায়ই ঝুঁকিপূর্ণ মাদক চ্যালেঞ্জের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করার চেষ্টা করতেন এই বিষয়ে তিনি অন্যান্য সমাজমাধ্যম প্রভাবশালীদের অনুকরণ করার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে।