Advertisement
E-Paper

ভুল করে মহিলা যাত্রীকে নির্জন লিজ়ার্ড দ্বীপে ছেড়ে এল প্রমোদতরী! পর দিন সকালে উদ্ধার মৃতদেহ, ঘনাচ্ছে রহস্য

মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর। খবর, একটি দলের সঙ্গে প্রমোদতরী চেপে লিজ়ার্ড দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সকলের সঙ্গে দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কুকস লুকে চড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৪
Australian woman dies after cruise leaves her behind in Lizard Island

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রমোদতরী করে ঘুরতে গিয়েছিলেন নির্জন দ্বীপে। কিন্তু ভুল করে তাঁকে সেই দ্বীপেই ছেড়ে এসেছিল জাহাজটি। পর দিন সকালে ওই নির্জন দ্বীপ থেকেই উদ্ধার হল ৮০ বছর বয়সি বৃদ্ধার দেহ। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের লিজ়ার্ড দ্বীপে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ ‘অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি’। আগামী ২ নভেম্বর প্রমোদতরীটি ডারউইন শহরে নোঙর করার পর ওই প্রমোদতরীর কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর। খবর, একটি দলের সঙ্গে প্রমোদতরী চেপে লিজ়ার্ড দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সকলের সঙ্গে দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কুকস লুকে চড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পর্বতারোহণের সময় তিনি তাল মিলিয়ে চলতে ব্যর্থ হন। বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁকে ছেড়েই এগিয়ে যান বাকিরা। এর পর বৃদ্ধাকে ভুলে লিজ়ার্ড দ্বীপ ছেড়ে রওনা দেয় প্রমোদতরীটি।

প্রমোদতরীর কর্মীরা যখন এক জন যাত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন, তখন তাঁরা ফিরে এসে অনুসন্ধান অভিযান শুরু করেন। পর দিন সকালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। তবে বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।

সহযাত্রী এবং ক্রু সদস্যরা ঘটনাটিকে বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন। মৃতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রমোদতরীতেই শোকসভার আয়োজন করা হয়। অন্য দিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ‘অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি’। প্রমোদতরীর কর্মীদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে।

Lizard Island Cruiseship Australia Death woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy