Advertisement
E-Paper

গায়েহলুদের অনুষ্ঠানে চমক আনতে ফাটল বেলুন‘বোমা’! পুড়ল কনের পিঠ, মুখ, বরের চুলও, ভাইরাল ভিডিয়ো

রঙিন হাইড্রোজ়েন বেলুন ফেটে কনের মুখ এবং পিঠ পুড়ে গিয়েছে। বরের আঙুল এবং পিঠ আগুনে ঝলসে গিয়েছে। আচমকা সেই বিস্ফোরণে তাঁর চুলও পুড়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:০৯
groom suffer burns after hydrogen balloons explode

ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ির গায়েহলুদ অনুষ্ঠানের সমস্ত আনন্দ এক মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। বিয়ের আসরে হাইড্রোজ়েন বোমা ফেটে ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন বর-কনে। একগুচ্ছ বেলুনে বিস্ফোরণ ঘটে মাটি হয়ে যায় বিয়ের সমস্ত আনন্দ অনুষ্ঠান। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োটি দম্পতি তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। পরে তা মুছে ফেলা হয়েছে। ফেসবুকে অন্য একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুসজ্জিত খোলা বিয়ের আসরে গায়েহলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাত্র-পাত্রী একগুচ্ছ রঙিন হাইড্রোজ়েন বেলুন ধরেছিলেন। তাঁদের চারপাশে অতিথিরা দাঁড়িয়ে রঙিন বন্দুক ছু়ড়ছিলেন। বিবাহ এবং ছবির শুটিংয়ে নাটকীয় পটভূমি তৈরি করতে প্রায়শই এগুলি ব্যবহার করা হয়ে থাকে। সেই বন্দুক থেকেই কোনও ভাবে বেলুনগুলিতে হঠাৎ আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কনের মুখ এবং পিঠ পুড়ে গিয়েছে। বরের আঙুল এবং পিঠ আগুনে ঝলসে গিয়েছে। আচমকা সেই বিস্ফোরণে তাঁর চুলও পুড়ে যায়। ভিডিয়োটি নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ওই দম্পতি লিখেছিলেন, ‘‘আমরা কখনও কল্পনাও করিনি যে আমাদের জীবনের সবচেয়ে বিশেষ দিনটি ভয়াবহ মোড় নেবে।’’ অনুষ্ঠানের মূল পরিকল্পনা ছিল প্রথমে হাইড্রোজ়েন বেলুনগুলি ছেড়ে দেওয়া হবে। পরে রঙিন বন্দুক ব্যবহার করা হবে। তাড়াহুড়োর মধ্যে, কেউ ভুলবশত বেলুনগুলির দিকে একটি রঙিন বন্দুক তাক করে ফেলেন। ফলে বিপজ্জনক ঘটনাটি ঘটে যায়। বর-কনে জানিয়েছেন, বিয়ের সময় তাঁদের পোড়ার ক্ষত মেকআপ দিয়ে লুকিয়ে রাখতে হয়েছিল। এমনকি পোড়া চুলও কেটে ফেলতে হয়েছিল পাত্রকে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বহু বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ট্রেন্ডে গা ভাসানোর আগে সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy