Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
Bride

খোঁপা, বেণী বাঁধার উপায় নেই! ক্ষীণ হয়ে আসা ঘাড় ছোঁয়া চুল আড়াল না করেই বিয়ের পিঁড়িতে কনে

ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছে একটি বিয়ের সাজের সংস্থা। তারা জানিয়েছে, পাত্রী চুল পড়ে যাওয়ার রোগ অ্যালোপেসিয়ায় আক্রান্ত।

Wedding

বিয়ের সাজে তানিয়া মহেশ্বরী। ছবি : ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ২২:৩৭
Share: Save:

বিয়ের দিন সেরা সাজে নিজেকে সাজাতে চান বেশির ভাগ কনে। তার প্রস্তুতি চলে বহু দিন ধরে। পোশাক থেকে শুরু করে নিজেকে রোগা দেখানোর চেষ্টা, এমনকি, ত্বক-চুলের চর্চাও শুরু হয় হুড়মুড়িয়ে। শেষে বিয়ের দিনের খুঁতটুকু ঢেকে সৌন্দর্য মেলে ধরার বিশেষ সাজগোজ তো রয়েছেই। কিন্তু নেটাগরিকরা চমকে গিয়েছেন এক কনের সাজগোজের অনিচ্ছা দেখে। তিনি নিজের শারীরিক খুঁত ঢাকার চেষ্টা না করে বরং তাকে গর্বের সঙ্গে মেলে ধরেছেন। শুধু তা-ই নয়, এ নিয়ে আত্মবিশ্বাসের অভাববোধও দেখা যাচ্ছে না তাঁর মধ্যে।

ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছে একটি বিয়ের সাজের সংস্থা। তারা জানিয়েছে, পাত্রী চুল পড়ে যাওয়ার রোগ অ্যালোপেসিয়ায় আক্রান্ত। তাঁর মাথায় চুলের একটি অত্যন্ত পাতলা পরত রয়েছে। তবে তিনি তাঁর সেই প্রায় না-থাকা চুলকে নকল চুলে আড়াল করেননি। বরং তার উপরেই চাপিয়ে নিয়েছেন মাথার অলঙ্কার। এমনকি, মাথায় ওড়নাও নেননি তিনি।

কনের নাম তানিয়া মহেশ্বরী। তিনি জানিয়েছেন, হবু স্বামী আনমোল চোপড়ার উৎসাহেই এতটা সাহস দেখাতে পেরেছেন তিনি। তানিয়া জানিয়েছেন, তাঁরা দু’জনে একে অপরের বিয়ের সাজ ঠিক করেছেন। আনমোল তাঁকে নকল চুলে দেখতে পছন্দ করেন না, তাই সে ভাবেই সেজেছেন তিনি। অন্য দিকে, আনমোলকে তিনি বলেছিলেন খোঁপা বাঁধার মতো চুল বড় করতে।

তানিয়া জানিয়েছেন, তাঁর শর্তপূরণ করতে আনমোলের ৮ মাস সময় লেগেছে। কিন্তু হবু বরের শর্ত মানতে তাঁর ৮ সেকেন্ডও ব্যয় করতে হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE