দুই আরোহীকে পিছনের আসনে বসিয়ে স্কুটার চালাচ্ছেন চালক। চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনের দুই আরোহী হেলমেট পরেননি। তাঁরা মেতে রয়েছেন আদরে। পিছনের আসনে অদ্ভুত ভাবে বসে রয়েছেন এক তরুণী। তাঁর পিছনে বসে রয়েছেন এক তরুণ। স্কুটারে বসেই ঠোঁটে ঠোঁট রেখে একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছেন ওই যুগল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, হেলমেট পরে স্কুটার চালাচ্ছেন এক ব্যক্তি। পিছনে বসে রয়েছেন দুই আরোহী। স্কুটারের মাঝের আসনে এক জন তরুণী এবং তাঁর পিছনে বসে রয়েছেন এক তরুণ। তাঁদের কারও মাথায় হেলমেট নেই। পিছনে মুখ ঘুরিয়ে তরুণের ঠোঁটে ঠোঁট রেখে তাঁকে অনবরত চুমু খেয়ে চলেছেন ওই তরুণী।
বহু ক্ষণ চুমু খাওয়ার পর তরুণীকে পিছন থেকেই জড়িয়ে রইলেন তরুণ। ঘটনাটি ইন্দোনেশিয়ার বালিতে ঘটেছে। তরুণ-তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়তেই সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হয়। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হন ওই যুগল। এক জন নেটব্যবহারকারী লেখেন, ‘‘একেই হেলমেট না পরে স্কুটারে উঠেছেন। তিন জন একসঙ্গে স্কুটারে ওঠাই তো বিপজ্জনক।’’ আবার এক জন যুগলের উদ্দেশে লিখেছেন, ‘‘দু’জনেই ভালবাসায় মজে রয়েছেন। স্থান-কাল-পাত্রের কোনও জ্ঞান নেই।’’