বহুতলে ভয়াবহ আগুন লেগে যাওয়ায় সেখানকার বাসিন্দারা ছুটে বাইরে বেরিয়ে যান। কিন্তু বহুতলের ভিতর আটকে পড়ে একটি কুকুর। আগুন দেখে সে এত ভয় পেয়ে যায় যে, সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে থাকে। কুকুরের ডাক শুনে সে দিকে ছুটে যান এক জন দমকলকর্মী। বহুতল থেকে কুকুরটিকে উদ্ধার করে আবার তার মালিকের কাছে ফিরিয়ে দেন তিনি। পোষ্যকে দেখে তাকে জড়িয়ে কেঁদে ভাসাল বালিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্ট্রিটডগ্সঅফবম্বে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন দমকলকর্মী একটি কুকুরকে কোলে নিয়ে এক বহুতল থেকে বেরিয়ে আসছেন। বহুতলে যে আগুন নেবানোর কাজ চলছে, তা এক নজরে দেখলেই বোঝা যায়। বহুতলের বাইরে অপেক্ষারত বালিকাকে দেখে তার কাছে কুকুরটিকে দিয়ে দিলেন দমকলকর্মী। এই ঘটনাটি শনিবার দিল্লির বিশ্বম্ভর দাস মার্গে বহুতল ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ঘটেছে।
আরও পড়ুন:
এএনআই সূত্রে খবর, শনিবার সেই বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন ছুটে গিয়েছিল। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার ফলে কেউ নিহত হননি। কয়েক জন বাসিন্দাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কমপ্লেক্সের ভিতর আগুন লাগার ফলে বাইরে বেরোতে পারছিল না একটি কুকুর। এক বালিকার পোষ্য সেই কুকুরটি।
বহুতল থেকে কুকুরটিকে কখন উদ্ধার করে আনা হবে, সে অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেই বালিকা। দমকলকর্মীর কোলে নিজের পোষ্যকে দেখে চিন্তামুক্ত হয় সে। পোষ্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ দমকলকর্মীর প্রশংসা করেছেন। তিনি যে চারপেয়েকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছেন তা দেখেই অভিভূত নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সব সুপারহিরোকে বিশেষ পোশাক পরে নিজের পরিচয় দিতে হয় না।’’