Advertisement
E-Paper

পত্নীবিয়োগের পর শ্যালিকাকে বিয়ে, এ বার প্রয়াত স্ত্রীর দ্বিতীয় বোনকেও বিয়ে করতে চেয়ে বিদ্যুতের খুঁটিতে চড়লেন যুবক

যুবকের নাম রাজ সাক্সেনা। ২০২১ সালে প্রথম বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অসুস্থতার কারণে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এর পর স্ত্রীর বোনকেই বিয়ে করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৩১
Man from Uttar Pradesh climbs on high voltage electricity tower after wife refused to let him marry her younger sister

—প্রতীকী ছবি।

শ্যালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি স্ত্রী। অভিমানে বিদ্যুতের খুঁটির উপর চড়ে বসলেন যুবক। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। সেই ঘটনায় হইচই পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ জুড়ে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের নাম রাজ সাক্সেনা। ২০২১ সালে প্রথম বার বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অসুস্থতার কারণে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এর পর স্ত্রীর বোনকে বিয়ে করেন তিনি। সেই বিয়ের দু’বছর পেরিয়েছে। এখন রাজের দাবি, প্রয়াত স্ত্রীর ছোট বোনের প্রেমে পড়েছেন তিনি। ছোট শ্যালিকাকেও বিয়ে করতে চান বলে আবদার জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে স্ত্রীর কাছে শ্যালিকাকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেন রাজ। কিন্তু স্ত্রী সেই প্রস্তাবে সায় দেননি। প্রত্যাখ্যাত হয়ে এর পরেই অভিমানে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে চড়ে প্রতিবাদ জানান তিনি। শ্যালিকাকে বিয়ে করার দাবিতে চিৎকার করতে থাকেন।

নাটকীয় পরিস্থিতির কারণে কনৌজের ওই বিদ্যুতের খুঁটির নীচে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশও। পুলিশ এবং পরিবারের সদস্যদের আশ্বাস দেওয়া হয় রাজের দাবি পুনর্বিবেচনা করে দেখার। এর পরেই যুবক বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন বলে খবর।

Uttar Pradesh Marriage Sister in Law
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy